ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের একমাত্র টি২০ আজ

প্রকাশিত: ০৭:০৯, ২৩ জুন ২০১৫

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের একমাত্র টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টি২০ অনুষ্ঠিত হবে আজ। প্রথমে দুই ম্যাচের ইনভেস্টেক সিরিজ ১-১এ ড্র হয়। ২-২এ সমতায় থাকার পর পঞ্চম ও শেষ ওয়ানডে জিতে ৩-২এ ওয়ানডে জেতে স্বাগতিক ইংলিশরা। বদলে যাওয়া ইংল্যান্ড ও বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের মধ্যকার চলমান দ্বৈরথ ঘিরে রয়েছে যথেষ্ট উত্তাপ। যেখানে আজকের একমাত্র টি২০ দিয়ে শেষ হচ্ছে কিউইদের সফর। যথাক্রমে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে নেতৃত্বে ইয়ন মরগান ও ব্রেন্ডন ম্যাককুলাম। ম্যানচেস্টারে খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায়। বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইংল্যান্ড। মরগানের নেতৃত্ব টিকে গেলেও ঢেলে সাজানো হয় দল। আনা হয় ব্যাপক পরিবর্তন। যেটিকে বলা হচ্ছে বদলে যাওয়া ইংল্যান্ড। জমজমাট ওয়ানডে সিরিজ জিতে বদলের স্বাক্ষর রাখে কুলীন ইংলিশরা। চেস্টার-লি-স্ট্রিটের শেষ ম্যাচটি হয়ে উঠেছিল অঘোষিত ফাইনাল। যেখানে ২৮৩ রান সংগ্রহ করে কিউইরা। এরপর বৃষ্টি এলে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ২৬ ওভরে ১৯২ রানের লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারিত হয়। এক পর্যায়ে ৪৫ রানে ৫ উইকেট হারানো ইংলিশদের দুরন্ত জয়ের নায়ক জনি বেয়ারস্টো। ছয় নম্বরে নেমে অপরাজিত ৮৩ রান জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। প্রত্যাবর্তনের সুযোগটা দারুণভাবে কাজে লাগানোয় শেষ মুহূর্তে টি২০ দলে অন্তর্ভুক্ত হন ২৫ বছর বয়সী প্রতিভাবান এই ব্যাটসম্যান। নেয়া হয়েছে রেক টপলি, জেমস ভিন্স, ডেভিড উইলির মতো এক ঝাঁক তরুণ ক্রিকেটার, যারা এখনও ইংল্যান্ডের হয়ে টি২০ খেলেননি। সঙ্গে তুখোড় জো রুট, এ্যালেক্স হেলস ও স্টিভেন ফিন আছেন। সেই তুলনায় নিউজিল্যান্ড দলটি খুবই সমৃদ্ধ। ম্যাককুলামের ভা-ারে আছে মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, লুক রনকি, গ্রান্ট ইলিয়টের মতো হার্ডহিটার ব্যাটসম্যান। বোলিংয়ে দ্রুতগতির এ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, টিম সাউদি দুর্বার। যদিও ইনজুরির জন্য দুই তারকা কোরি এ্যান্ডারসন ও ট্রেন্ট বোল্টের অভাববোধ করবে সফরকারীরা। অবশ্য পরিসংখ্যানে এগিয়ে স্বাগতিকরা। ২০০৭ থেকে এ পর্যন্ত মোট ১২ টি২০ খেলে ইংলিশদের জয় ৭টিতে। নিউজিল্যান্ডের জয় ৪। পরিত্যক্ত হয় ১ ম্যাচ। দু’দল সর্বশেষ মুখোমুখি হয় বাংলাদেশে হয়ে যাওয়া গত বিশ্বকাপে (২০১৪)। যেখানে ১৭২ রানের জবাবে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছিল নিউজিল্যান্ড। কিউইদের অনুপ্রেরণা হতে পারে সেই দলের অনেকে আছেন এই দলেও। তবে সতর্ক ম্যাককুলাম। নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘তরুণদের নিয়ে গড়া ইংল্যান্ড সত্যি বদলে গেছে। যেটি আমরা ওয়ানডেতে দেখেছি। সুতরাং সফরের শেষ ম্যাচটি জিতে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’
×