ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কো. ফাইনালে চীন-জার্মানি

ফিফা মহিলা বিশ্বকাপ

প্রকাশিত: ০৫:৫৩, ২২ জুন ২০১৫

ফিফা মহিলা বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা মহিলা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি ও চীন। শনিবার সহজ জয়ে টুর্নামেন্টের শেষ আটের টিকেট নিশ্চিত করে তারা। ওটোয়াতে জার্মানি ৪-১ গোলে রীতিমতো উড়িয়ে দেয় সুইডেনকে। তবে ক্যামেরুনের বিপক্ষে চীনের জয়টা ছিল ১-০ ব্যবধানের। ফিফা মহিলা বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন জার্মানি। এবারও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো তাদের। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেয় তারা। পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়েই শনিবার সুইডেনের বিপক্ষে মুখোমুখি হয়েছিল জার্মানরা। আর সেই ম্যাচে প্রতিপক্ষকে নাকানি-চুবানি খাইয়ে সহজ জয় তুলে নেয় জার্মানি। সুইডেনের বিপক্ষে জয়ের পর উচ্ছ্বসিত পুরো জার্মান শিবির। কেননা তাদের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই তো ম্যাচ শেষে জার্মানির কোচ সিলভিয়া নেইদ বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আমার মতে এটা সম্ভবত টুর্নামেন্টেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ সুইডিশদের বিপক্ষে ম্যাচে দলের সবাই ভাল খেলেছে। তাই ম্যাচ শেষে শিষ্যদেরও প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন জার্মান কোচ। তবে সেই সঙ্গে পরের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করার ঘোষণাও দিয়েছেন তিনি। ফিফা মহিলা বিশ্বকাপের সর্বোচ্চ দুইবার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দুটি দল। জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র। ২০০৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় জার্র্মানি। এরপর ২০০৭ সালে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় তারা। এবারও সেই হারানো শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে খেলতে নামে জার্মানির খেলোয়াড়রা। বিশ্ব ফুটবলের পরাশক্তির দেশ জার্মানি। ব্রাজিল বিশ্বকাপে লাম-শোয়াইনস্টাইগাররা শিরোপা জিতে দেশকে উৎসবের জোয়ারে ভাসায়। দীর্ঘ দুই দশক পর বিশ্বকাপের স্বাদ পায় তারা। এরপর ২০১১ বিশ্বকাপে নিজেদের মাটিতে স্বপ্ন ভঙ্গ হয় জার্মানদের। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাদের। এবার সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ তাদের সামনে। তবে কোয়ার্টার ফাইনালে এখন জার্মানির প্রতিপক্ষ হয় ফ্রান্স অথবা দক্ষিণ কোরিয়া। শনিবার চীন ১-০ গোলে ক্যামেরুনকে পরাজিত করে শেষ আটের টিকেট নিশ্চিত করে। এই জয়ে উচ্ছ্বসিত চীনের সহকারী কোচ চ্যাং উই-ই উই বলেন, ‘আজ দলের সবাই খুব ভাল খেলেছে। সবাই অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছে। পুরো ৯০ মিনিটই যুদ্ধে করেছে তারা। তাদের এই কঠোর পরিশ্রমেরই ফসল এই জয়। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
×