ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কালকিনিতে প্রতিহিংসার বলি দেড় শতাধিক কলাগাছ

প্রকাশিত: ০৫:৪৬, ২২ জুন ২০১৫

কালকিনিতে প্রতিহিংসার বলি দেড় শতাধিক কলাগাছ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২১ জুন ॥ প্রতিহিংসার জের ধরে রবিবার সকালে কালকিনি পৌর এলাকার লক্ষ্মীপুর-পখিরা গ্রামের দাদন বেপারী (৪৭) নামের এক অসহায় ভ্যানচালকের দেড় শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলেছে এক প্রভাবশালী। এতে করে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে বাধা সৃষ্টি করে ওই প্রভাবশালী। জানা গেছে, পৌর এলাকার কাষ্টগড় গ্রামের মোঃ রব হোসেনের ছেলে ফেরদাউসের সঙ্গে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর-পখিরা গ্রামের অসহায় দরিদ্র মোঃ দাদন বেপারীর পূর্ব শত্রুতার জের চলে আসছে। এ সূত্র ধরে প্রতিহিংসামূলকভাবে ফেরদাউসের নেতৃত্বে ইমারাত হোসেনসহ ১০-১২ জন যুবক মিলে দাদনের বাগানে লাগানো বিভিন্ন প্রজাতির দেড় শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলে। এ সময় দাদনের বাধা দেয়ার শক্তি ছিল না। ক্ষতিগ্রস্ত ভ্যানচালক দাদন বেপারী আক্ষেপ করে বলেন, আমি লোন করে অনেক কষ্টে এই কলাবাগানটি করেছিলাম। আশা ছিল কলা বিক্রি করে পরিবার নিয়ে সুখে দিন কাটাব। কিন্তু তা আর হলো না। এ ব্যাপারে অভিযুক্ত ফেরদাউস বলেন আমার জায়গায় কলাবাগান পড়েছে বিধায় কেটে ফেলেছি।
×