ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে গ্রামে চলছে লুটপাট নারী নির্যাতন

প্রকাশিত: ০৫:৪৫, ২২ জুন ২০১৫

মাদারীপুরে গ্রামে চলছে লুটপাট নারী নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২০ জুন ॥ মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে যুবলীগ নেতাসহ জোড়া খুনের মামলায় পুলিশের ভয়ে গ্রাম পুরুষশূন্য হওয়ায় চলছে লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো ঘটনা। এসব ঘটনায় আতঙ্কিত অসংখ্য কিশোরী গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ধর্ষণের অভিযোগে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের হলেও আতঙ্ক কাটছে না। খুনের ঘটনার পর থেকে এলাকায় পালাক্রমে পুলিশ পাহারা রয়েছে। অথচ পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব অসামাজিক কর্মকা- চলছে। ফলে পুলিশের ভূমিকা নিয়ে এলাকার জনগণ প্রশ্ন তুলছেন। বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাও এসব ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উল্লেখ্য, গত ২ জুন সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিকদার কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে খুন হয় যুবলীগ নেতা আরশেদ মাদবর (৩৮) ও শাহজাহান দড়ানী (৪৭)। এ ঘটনায় প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদারকে প্রধান আসামি করে দু’টি মামলা দায়ের হয়। ফলে গ্রেফতার আতঙ্কে এলাকা ছাড়ে গ্রামের পুরুষ সদস্যরা। শিকদার কান্দী গ্রাম পুরুষশূন্য হয়ে যাওয়ার পর ঘটতে থাকে লুটপাট ও ধর্ষণের মতো ঘটনা। যে কারণে হ্রাস পাচ্ছে স্কুল, মাদ্রাসায় ছাত্রী উপস্থিতির হার। চলমান অর্ধবার্ষিক পরীক্ষা বাদ দিয়ে ধর্ষণ আতঙ্কে অর্ধশত কিশোরী গ্রাম ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি। গ্রামে পুলিশ মোতায়েন থাকলেও ১১ জুন দুপুরে হত্যা মামলার প্রধান আসামির বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
×