ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রনিকে ফের রিমান্ডে নেয়ার আবেদন

প্রকাশিত: ০৫:৩৯, ২২ জুন ২০১৫

রনিকে ফের রিমান্ডে  নেয়ার আবেদন

কোর্ট রিপোর্টার ॥ এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে ফের সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আগামী বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার সিএমএম আদালতে রিমান্ডের এ আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক দীপক কুমার দাস। গত ৯ থেকে ১২ জুন চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রনিকে। তবে রনি তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে গুলির কথা স্বীকার করলেও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেয়ায় তাকে ফের রিমান্ডের আবেদন করেছে ডিবি পুলিশ। গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার রাজধানীর নিউ ইস্কাটনে জ্যামে পড়লে রনি গাড়ির ভেতর থেকে তার পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এতে অটোরিক্সাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম গুরুতর আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান। পরে নিহত হাকিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ১৫ এপ্রিল রাতে অজ্ঞাত আসামিদের নামে রমনা থানায় একটি মামলা করেন।
×