ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে ফের শ্রমিক অসন্তোষ ॥ কারখানা ছুটি ঘোষণা

প্রকাশিত: ০৭:২১, ২১ জুন ২০১৫

রূপগঞ্জে ফের শ্রমিক অসন্তোষ ॥ কারখানা ছুটি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২০ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে পোশাক কারখানায় ফের অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ করেন। তাৎক্ষণিক কারখানা ছুটি ঘোষণা করেছেন মালিকপক্ষ। শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার কেএলবি এ্যাপারেলস নামে পোশাক কারখানার শ্রমিকদের মাঝে এ অসন্তোষ দেখা দেয়। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, কেএলবি এ্যাপারেলস নামে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক কাজ করেন। গত মে মাসের বকেয়া বেতন-ভাতা এ মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এ পর্যন্ত মালিকপক্ষ দেয় দিচ্ছি করে ঘুরাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে শ্রমিকরা কর্মস্থল ত্যাগ করে মালিকপক্ষের কাছে বকেয়া বেতন-ভাতা দাবি করেন। এ সময় মালিকপক্ষ বকেয়া বেতন-ভাতা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে বেতন-ভাতার আশ্বাসে শ্রমিকরা শান্ত হন। মির্জাপুরে গোড়াই নাহিদ কটন মিলে আগুন নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ২০ জুন ॥ টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত নাহিদ কটন মিলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল তিনটার দিকে মিলের ৮ নম্বর সেকশনের তিনতলা ভবনের দু’তলায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে মিলের ছয়টি মেশিন ও কয়েক লাখ টাকার তুলা ভস্মীভূত হয়।
×