ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাজেটে জলবায়ু গুরুত্বহীন!

প্রকাশিত: ০৬:৪৯, ২১ জুন ২০১৫

বাজেটে জলবায়ু গুরুত্বহীন!

অর্থমন্ত্রীর কাছে জলবায়ু বিষয়টি কি গুরুত্ব হারিয়েছে? ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু পরিবর্তন বিষয়ে কোনো প্রতিফলন না থাকায় এমন প্রশ্ন রেখেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাজেট বিষয়ক এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দিকে এ প্রশ্ন ছুড়ে দেয়া হয়। প্রস্তাবিত জাতীয় বাজেট ২০১৫-১৬ কতটা পরিবেশবান্ধব?- শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাপার সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন। তিনি বলেন, ২০১৫ সালের শেষার্ধ বিশ্বের সব মানুষ ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্যারিসে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন হবে বিশ্বের টিকে থাকা বা বিপদগ্রস্ত হওয়ার প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের সভা। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ শিকার বাংলাদেশ সেখানে কি বলবে বা করবে তার কোন প্রতিফলন এবারের বাজেটে নেই। -অর্থনৈতিক রিপোর্টার তথ্যপ্রযুক্তির সমস্যা সমাধানে অর্থমন্ত্রীকে স্মারকলিপি তথপ্রযুক্তি খাতের বাজেট বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে স্মারকলিপি দিয়েছেন খাতটির প্রধান তিন বাণিজ্য সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরস এ্যাসোসিয়েশন (আইএসপিএবি)। বিসিএস সভাপতি এএইচ মাহফুজুল আরিফ ও বেসিস সভাপতি শামীম আহসান সম্প্রতি স্মারকলিপিটি আবুল মাল আবদুল মুহিতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। স্মারকলিপিতে বলা হয়, ৪ শতাংশ ভ্যাট (২০১৫-১৬ অর্থবছর) নির্ধারণের ফলে ই-কমার্স খাতের বিকাশ বাধাগ্রস্ত হবে। এতে ক্রেতারা অনলাইনে কেনাকাটায় নিরুৎসাহিত হবে। স্মারকলিপিতে বিসিএসের পক্ষ থেকে কম্পিউটার হার্ডওয়্যার খাতকে আইটিইএস হিসেবে অন্তর্ভুক্ত করা এবং এ খাতের প্রকৃত উন্নয়ন ঘটানোর লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতকে শিল্প হিসেবে ঘোষণা দেয়ার প্রস্তাব করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×