ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে যুক্ত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিন

প্রকাশিত: ০৬:১৩, ২০ জুন ২০১৫

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির  সঙ্গে যুক্ত  সিন্ডিকেটের  বিরুদ্ধে ব্যবস্থা  নিন

স্টাফ রিপোর্টার ॥ নিত্যপণ্যের দাম বাড়ানোর সঙ্গে যুক্ত সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, কমিউনিস্ট পার্টিকে ঢাকা শহরে জনভিত্তিসম্পন্ন পার্টি হিসেবে গড়ে তুলতে হবে। শুক্রবার সিপিবি ঢাকা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, রমজান মাস এলেই নিত্যপণ্যের দাম বাড়ানো হয়। একটি সিন্ডিকেট এটি করে গেলেও এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। পুরানা পল্টনের মুক্তি ভবনে সিপিবি ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সাজেদুল হক রুবেল, আহসান হাবিব লাবলু, জাহিদ হোসেন খান, সুকান্ত শফি চৌধুরী প্রমুখ। তারা বলেন, ঢাকা শহরের মানুষ টাকা দিয়েও খাবার পানি পাচ্ছে না। ওয়াসার পানি দুর্গন্ধযুক্ত। এটা খাবার তো দূরের কথা অন্য কোন কাজেও ব্যবহার করা যায় না। নেতৃবৃন্দ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বাবদ চার্জ না বাড়াতে ঢাকা ওয়াসার প্রতি আহ্বান জানান।
×