ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রীসের ঋণ নিয়ে এখনও চুক্তি সম্ভব ॥ মেরকেল

প্রকাশিত: ০৭:০৯, ১৯ জুন ২০১৫

গ্রীসের ঋণ নিয়ে এখনও চুক্তি সম্ভব ॥ মেরকেল

জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল বলেছেন, গ্রীসের ঋণ নিয়ে কোন চুক্তি হওয়া সম্ভব বলে তিনি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তিনি বলেন, গ্রীস এর ঋণদাতা ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক অর্থ তহবিল ও ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে কোন চুক্তিতে পৌঁছতে পারে। তিনি বৃহস্পতিবার বুন্দেস স্ট্যাকে ভাষণ দিচ্ছিলেন। খবর বিবিসির। মেরকেল জানান যে, জার্মানি গ্রীসকে ইউরোতে রাখতে কঠোর পরিশ্রম করছে, তবে তিনি বলেন, এথেন্সকে সংস্কারের প্রতিশ্রুতি পালন করতে হবে। তিনি বলেন, যদি গ্রীসের শাসকরা ইচ্ছুক হন, তা হলে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে কোন চুক্তি করা এখনও সম্ভব। তিনি বৃহস্পতিবার লুক্সেমবার্গে ইউরো অর্থমন্ত্রীদের এক বৈঠকের আগে একথা বলেন। কোন ঋণ চুক্তিতে পৌঁছতে গ্রীসের হাতে দু’সপ্তাহ সময় রয়েছে। এতে ব্যর্থ হলে গ্রীস আইএমএফের এখনকার পাওনা ১৬০ কোটি ইউরোর (১১০ কোটি পাউন্ড) ঋণ পরিশোধে খেলাপী হতে পারে। গ্রীসের প্রধান আলোচক ও জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী ইউক্লিড সাকালোটস বিবিসির এক প্রোগ্রামে বলেন যে, যে কোন চুক্তিই অর্থনৈতিক দিক দিয়ে বাস্তবায়নযোগ্য হতে হবে।
×