ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিজ জয়ই একমাত্র লক্ষ্য ভারত অধিনায়ক ধোনির

প্রকাশিত: ০৬:০৯, ১৮ জুন ২০১৫

সিরিজ জয়ই একমাত্র লক্ষ্য ভারত অধিনায়ক ধোনির

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে বর্ষকাল শুরু হয়ে গেছে। ফতুল্লায় সিরিজের একমাত্র টেস্টে ছিল বৃষ্টির ব্যাঘাত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জোর সম্ভাবনা আছে বৃষ্টির আক্রমণ থাকার। বিষয়টি নিয়ে আগেভাগেই পরিকল্পনা করছে ভারতীয় দল। তাদের লক্ষ্য বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগেই যত সম্ভব রান করে ভাল অবস্থানে যাওয়ার। কারণ সফরকারী ভারতীয় দলের প্রথম ও একমাত্র লক্ষ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জেতা। এমনটাই জানালেন ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি মনে করেন বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ বেশ জমজমাট হবে। কিন্তু বিশ্বকাপে কি ঘটেছে সে সব নিয়ে কোন চিন্তাই নেই বলে দাবি করেছেন তিনি। এখন প্রতি ম্যাচ নিয়ে আলাদাভাবে চিন্তা করে জিততে চান সেটাই একমাত্র ভাবনা বলে দাবি করেছেন ধোনি। বুধবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ-ভারত সিরিজে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হয়ে গেছে বৃষ্টি। ফতুল্লা টেস্ট দখলে নিয়েছিল বৃষ্টি। ওয়ানডে সিরিজও বিঘিœত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বৃষ্টির কারণে। তাই পরিকল্পনার অংশ হিসেবে বৃষ্টিটাও থাকছে। সিরিজ জয়ের অন্যতম লক্ষ্য নিয়ে নামার কারণে সেভাবেই ভারতীয় দল প্রস্তুত হচ্ছে। এ বিষয়ে ভারতীয় অধিনায়ক ধোনি বলেন, ‘সিরিজ জেতাটাই প্রথম এবং একমাত্র লক্ষ্য। আর একটা ম্যাচ নিয়েই ভাবাটা এটিকে আরও কিছুটা সহজ করবে। তাছাড়া বৃষ্টির সম্ভাবনা আছে সেদিকেও মনোযোগ দিতে হবে। আমরা যদি কিছু ছন্দ বজায় রেখে বৃষ্টির বিরতির আগে ভাল অবস্থানে থাকতে পারি সেটাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে কারণে যত বেশি সম্ভব রান করার চেষ্টা করব।’ স্বাগতিক দল হিসেবে সার্বিক সমর্থন পাবে বাংলাদেশ। তাদের বাঁহাতি স্পিনাররাও প্রভাব ফেলতে পারে ভারতীয় ব্যাটিংয়ে। তাছাড়া টেস্টের চেয়ে ওয়ানডে ক্রিকেটে অনেক শক্তিশালী দল বাংলাদেশ। এসব নিয়ে ধোনির মন্তব্য, ‘তারা খুব ভাল ওয়ানডে দল এবং আপনারা দেখেছেন তারা দীর্ঘদিন ধরে ওয়ানডে খেলছে। এর মাধ্যমে সঠিক শক্তির সমন্বয় ঘটেছে এবং তারা জানে কোন সময় ঝুঁকিটা নিতে হবে এবং কখন আসলে বুঝেশুনে চলতে হবে। এখানকার মানুষ তাদের ক্রিকেটকে ভালবাসে। তারা নিজ দলকে সমর্থন দিতে আসে এবং ক্রিকেট উপভোগ করে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি দলকে ভালবেসে সমর্থন দিতে স্টেডিয়ামে নিজেদের কিছু মানুষ আসাটা আরও ভাল করার ক্ষেত্রে তাগাদা সৃষ্টি করে এবং হয়তো শতভাগের চেয়ে বেশি দেয়ার ক্ষেত্রে কার্যকর হয়। তাদের যেমন অনেক বাঁহাতি স্পিনার আছে আমাদের দলেও প্রচুর বাঁহাতি আছে। সুতরাং আমরা তাদের বেশি বেশি ব্যবহারের চিন্তা করব। আমরা আমাদের শক্তিমত্তা অনুসারে খেলব এবং চেষ্টা করব যতটা পারি দারুণ কিছু করার।’ এবার বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ ভিন্নমাত্রা পেয়েছে। এর কারণ বিশ্বকাপে সর্বশেষ মোকাবেলায় অনেক বিতর্ক ছিল। বাজে আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশ দল স্বাভাবিক খেলাটা খেলতে না পেরে হেরে গিয়েছিল এমন কানাঘুঁষাও আছে। দল হিসেবেও অনেক বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে বাংলাদেশ দল। এ বিষয়ে ধোনি বলেন, ‘কোন বিতর্ক? কোন খেলা নিয়ে কোথায় আপনি কথা বলছেন? সেটাতো ৪/৫ মাস আগের কথা। গত কয়েকদিনের সবকিছুই আমি মনে রাখি। চলেন না বাংলাদেশে আসি। এটাত শুধুই ক্রিকেট খেলা। এটা অনেক পেশাদার বিষয় এ কারণে যে উভয়দলই তাদের চাহিদা অনুসারে সেরা ক্রিকেট উপহার দিয়ে দেশের জন্য জিততে চাইছে। কিন্তু আমাদের মধ্যে এমন কোন ঘটনা নেই যে খেলা শুরুর পর সেসব নিয়ে ভাবাটা খুব গুরুত্বপূর্ণ।’ দলের অন্যতম দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে বেশ আশাবাদী ধোনি। সেই সঙ্গে টপঅর্ডারদের নিয়মিত ভাল নৈপুণ্য তাকে সাহস জোগাচ্ছে। ধোনি বলেন, ‘যদি শীর্ষ ৪/৫ ব্যাটসম্যানকে দেখেন তাহলেই বোঝা যায় তারা ফিট এবং বেশ ভাল ফর্মেও আছে। গত দেড় বছর আমি মনে করি না শেষের ব্যাটসম্যানরা প্রচুর সুযোগ পেয়েছে ব্যাটিংয়ের। টপঅর্ডার চার ব্যাটসম্যান বর্ণনাতীতভাবেই ভাল করেছে সে জন্য ৫, ৬ ও ৭ নম্বর ব্যাটসম্যানরা খুব বেশি সুযোগ পায়নি। জাদেজা আইপিএলে দারুণ করেছেন। আমার মনে হয় তিনি এমনকি বিশ্বকাপেও আমাদের জন্য কার্যকর ভূমিকা রেখেছেন। আমি মনে করি তিনি ক্রমেই অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠছেন এবং ইনজুরি থেকে ফেরার পর তার মধ্যে অনেক উন্নতি দেখেছি আমরা। সুতরাং আশা করছি আমরা তাকে নিয়ে চালিয়ে যেতে পারব। অশ্বিন ক্রিকেট নিয়ে প্রচুর চিন্তা করেন। আর সে কারণেই তিনি এত উন্নতি দেখিয়ে যাচ্ছেন। তার মতো কাউকে পাওয়াটা খুবই ভাল বিষয়ে কারণ তিনি ব্যাটও করতে পারেন।’
×