ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৬:০০, ১৮ জুন ২০১৫

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাত

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বুধবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বৈঠককালে রাষ্ট্রপতিকে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রধান বিচারপতি। খবর বাসসর। বর্তমানে সুপ্রীমকোর্টের আপীল বিভাগে ১৫ হাজার ৩৮৩টি ও হাইকোর্ট বিভাগে তিন লাখ ৬৯ হাজার ৮১৩টি মামলা এবং দেশের বিভিন্ন নি¤œ আদালতে ২৭ লাখ ১৩ হাজার ৩৭৩টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে বলে রাষ্ট্রপতিকে জানান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। প্রধান বিচারপতি বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পদক্ষেপ নেয়া হয়েছে। জনগণ যাতে দ্রুত বিচার পায় সেই লক্ষ্যে রাষ্ট্রপতি মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করার জন্য প্রধান বিচারপতিকে নির্দেশ দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
×