ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাধারণ বিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৯, ১৭ জুন ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

১. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? ক) ডা. কার্ল ল্যান্ডস্টেইনার খ) গ্রেগর জোহান মেন্ডেল গ) স্ট্রাচবুর্গার ঘ) রবার্ট ব্রাউন ২. লোনা পানির ইংরেজি ে কানটি? ক) গড়ৎরহব ডধঃবৎ খ) গরৎরহব ডধঃবৎ গ) ঝধষরহব ডধঃবৎ ঘ) গৎিরহব ডধঃবৎ ৩. ৫০ পস ফোকাস দূরত্ব সম্পন্ন একটি উত্তল ে লন্সের ক্ষমতা কত? ক) ৫ ফ খ) -০.৫ ফ গ) ০.৫ফ ঘ) - ৫ ফ ৪. রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য- র. সুষম খাদ্য গ্রহণ করতে হবে রর. চর্বিযুক্ত খাদ্য বর্জন করতে হবে ররর. অতিরিক্ত লবণ ে খতে হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৫. পেরিকার্ডিয়াম পর্দা কয় স্তর বিশিষ্ট? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৬. তিমি সাঁতারের জন্য কোনটি ব্যবহার করে? ক) অগ্রপদ খ) পশ্চাৎপদ গ) ফ্লিপার ঘ) পাখনা ৭. কোন সময়ে ে চাখে সানগাস ব্যবহার করা উচিত? ক) শীতের দিনে খ) বৃষ্টির দিনে গ) প্রখর রোদে ঘ) বর্ষাকালে ৮. বাসাবাড়িতে পরিষ্কারক হিসেবে কি ব্যবহৃত হয়? ক) সোডিয়াম হাইড্রক্সাইড খ) অ্যামোনিয়াম হাইড্রক্সাইড গ) পটাসিয়াম হাইড্রক্সাইড ঘ) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ৯. মাটি এসিডিক হলে এর থেকে কোন উপাদানটি চলে যায়? ক) ক্লোরিন খ) ব্রোমিন গ) হাইড্রোজেন ঘ) ক্যালসিয়াম ১০. হৃদস্পন্দনে ′ডাব′ শব্দের সৃষ্টি হয় কোন অবস্থায়? ক) অ্যাট্রিয়ামের ডায়াস্টোল খ) ভেন্ট্রিকলের ডায়াস্টোল গ) অ্যাট্রিয়ামের সিস্টোল ঘ) ভেন্ট্রিকলের ডায়াস্টোল ১১. কোন অঙ্গবিশিষ্ট জীবগুলোর উৎপত্তি একই পূর্বপুরষ হতে ঘটছে বলে বিবর্তনবিদগণ মনে করেন? ক) সমবৃত্তি অঙ্গ খ) সমসংস্থ অঙ্গ গ) ল্প্তুপ্রায় অঙ্গ ঘ) বিশেষ অঙ্গ ১২. ভিটামিন ′অ′ এর অভাবে যেসব উপসর্গ দেখা দেয়- র. পেটে ব্যাথা রর. গলা ব্যাথা ররর. সর্দি কাশি নিচের ে কানটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৩. কচুরিপানা জলজ উদ্ভিদ। এটি পানি ও খনিজ লবণ সংগ্রাহে ব্যবহার করে- র. মূলরোম রর. কান্ড ররর. সারাদেহ নিচের ে কানটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৪. পারদের প্রভাবে ে কান রোগটি হতে পারে? ক) বিকলাঙ্গ হওয়া খ) জ্বর গ) কলেরা ঘ) আামাশয় ১৫. রাফেজ প্রতিরোধ করে- র. ে কাষ্ঠকাঠিন্য রর. হৃদরোগ ররর. ডায়াবেটিস নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬. ব্যাঙ্গের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ১৭. সুপিরিয়র ও ইনফিরিয়র ভেনাক্যাভা যুক্ত থাকে কোনটির সাথে? ক) ডান অ্যাট্রিয়াম খ) বাম অ্যাট্রিয়াম গ) ডান ভেন্ট্রিকল ঘ) বাম ভেন্ট্রেকল ১৮. রেশম গুটি থেকে সুতা পেতে- র. ে রশম ে পাকাকে গুটি কেটে বেরিয়ে আসতে দিতে হয় রর. পরিণত গুটি সাবান পানিতে সিদ্ধ করতে হয় ররর. নাল ধরে আস্তে আস্তে টেনে সুতা পৃথক করা হয় নিচের ে কানটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯. কোনটি শ্রেষ্ঠ বিশ্রাম? ক) বসা খ) হাঁটা গ) ঘুম ঘ) দৌড়ানো ২০. রেশম পোকা হতে তৈরি হওয়া গুটির নাম কী? ক) কোকেন খ) কোকুন গ) কেকুন ঘ) কুকোন
×