ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে নানা কর্মসূচীতে নিহতদের স্মরণ

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ জুন ২০১৫

নারায়ণগঞ্জে নানা কর্মসূচীতে নিহতদের স্মরণ

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৬ জুন ॥ নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় নিহত ২০ জনকে নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্মরণ করেছে নিহতের আত্মীয়-স্বজন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিহতদের স্মরণে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং মোম শিখা প্রজ্বলন। দিনাজপুরে ৬৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর সদরে হরতালের নামে পেট্রোলবোমা নিক্ষেপ করে নাশকতা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ৬৯ জন বিএনপি-জামায়াত ক্যাডারের বিরুদ্ধে নিয়মিত এবং বিস্ফোরক আইনে পৃথক ২টি অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই মামলায় পুলিশের দাখিলকৃত অভিযোগপত্র দুইটি সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট মোঃ নাজমুল হোসেনের আদালতে উপস্থাপন করা হলে তিনি অভিযোগপত্র দুটি গ্রহণ করেন। বগুড়ায় দুই র‌্যাব সদস্য আহত স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস॥ মাদক দ্রব্য উদ্ধার করতে গিয়ে হামলায় বগুড়ার কাহালু উপজেলায় ২ র‌্যাব সদস্য ও র‌্যাবের এক সোর্স আহত হয়েছে। এরা হলেন-শাহীন(৩৪) হিরু“(৩২) ও রাজু (২৩)। এ ঘটনায় মোমিন (২২) নামে আরও এক জন আহত হয়। যশোরে জরিমানা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের আইসক্রিমে ক্ষতিকারক রঙের ব্যবহার ও প্যাকেট জালিয়াতির অভিযোগে দুই কারাখানা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
×