ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটে ‘সুতপার ঠিকানা’ চলচ্চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ জুন ২০১৫

সিলেটে ‘সুতপার ঠিকানা’ চলচ্চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ এশিয়ার ঠিকানাবিহীন নারী জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সুতপার ঠিকানা’ চলচ্চিত্র। সরকারী অনুদানের এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন প্রসুন রহমান। মুভিয়ানা ফিল্ম সোসাইটির উদ্যোগে সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম মিলনায়তনে আজ মঙ্গলবার শুরু হচ্ছে চলচ্চিত্রটির তিন দিনব্যাপী প্রদর্শনী। অলটারনেটিভ হলগুলোতে এ চলচ্চিত্রটির প্রদর্শনী সম্পর্কে নির্মাতা জানান, প্রথমে আমার চলচ্চিত্রটির বিষয়ের ওপর আলোকপাত করা যেতে পারে। চলচ্চিত্রটি মুক্তি পায় মে মাসের ৮ তারিখে। যেহেতু দক্ষিণ এশিয়ার নারী জীবনের ঠিকানাহীনতার গল্প নিয়েই ছবিটি নির্মিত। তাই ছবিটি উৎসর্গও করা হয়েছে দক্ষিণ এশিয়ার নারীদের নামে। একজন মা শিশু অবস্থায় থাকে বাবার বাড়ি, পরে শ্বশুরবাড়ি, এভাবেই তার জীবন কেটে যায় ঘাত প্রতিঘাতে।
×