ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬০ হাজার টন আম কিনবে প্রাণ

প্রকাশিত: ০৬:৩৭, ১৫ জুন ২০১৫

৬০ হাজার টন আম কিনবে প্রাণ

সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে ৬০ হাজার মেট্রিক টন আম ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মৌসুমে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে দেশের সর্ববৃহৎ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। স্থানীয় আমচাষীদের নিকট হতে এসব আম সংগ্রহ করা হচ্ছে। আর এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। নাটোরের একডালা এলাকায় প্রাণ এ্যাগ্রো. লিমিটেডের কনফারেন্স রুমে রবিবার ১১টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম সারোয়ার হোসেন এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের কোয়ালিটি কন্ট্রোল বিভাগের সিনিয়র ম্যানেজার আল মাসুদ, কন্ট্রাক্ট ফার্মিং ম্যানেজার মোঃ কামরুজ্জামান। সংবাদ সম্মেলনে ৫ হাজারের মধ্যে অধিকাংশই নারী শ্রমিকের কর্মসংস্থানের পাশাপাশি চলতি বছর আম সংগ্রহ মৌসুমে আরও দুই থেকে তিন হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান তারা। টায়ার আমদানিতে সম্পূরক শুল্ক থাকছে দেশীয় শিল্পের স্বার্থে টায়ার আমদানিতে সম্পূরক শুল্ক বহাল থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রবিবার সচিবালয়ে বাংলাদেশ টায়ার টিউব ম্যানুফেকচারার এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের (বিটিটিএমইএ) বৈঠক শেষে তিনি এ কথা জানান। ২০১৫-১৬ সালের প্রস্তাবিত বাজেটে ১৬ ইঞ্চি রিম সাইজের টায়ার আমদানিতে ৫ শতাংশ সম্পূরক শুল্ক হার প্রত্যাহার করা হয়। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে প্রাকৃতিক রাবার আমদানিতে শুল্কহার বাড়িয়ে ১০ শতাংশ এবং ১৬ ইঞ্চি রিম সাইজের টায়ার আমদানিতে বিদ্যমান সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। কিন্তু দেশীয় উদ্যোক্তা ও শিল্পের স্বার্থ বিবেচনায় বাজেট পাসের সময় সম্পূরক শুল্ক আরোপ করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার ব্রিটেনের নেতিবাচক রেটিং ব্রিটেনের রেটিং নিয়ে দৃষ্টিভঙ্গি বদল করল আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা এস এ্যান্ড পি। তারা জানিয়েছে, এই দৃষ্টিভঙ্গি নেতিবাচক করা হলো, যার ফলে কমবে ব্রিটেনের আন্তর্জাতিক ঋণ পাওয়ার যোগ্যতা। এতদিন তা ছিল সর্বোচ্চ স্তর ‘এএএ’-তে। ২০১৭ সালের মধ্যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে, না এই গোষ্ঠী ছেড়ে বেরিয়ে যাবে, তা নিয়ে গণভোট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিপ্রেক্ষিতেই মত বদল। ওই রেটিং সংস্থা তার বিবৃতিতে জানিয়েছে, ‘সরকারের ভোট নেয়ার সিদ্ধান্তে স্পষ্ট, এবার থেকে আর্থিক নীতিতে রাজনীতি আরও বেশি নাক গলাবে। এতদিন যা মনে করেছিলাম, তারচেয়েও বাড়বে এ ঝুঁকি।’ উল্লেখ্য, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ারই পক্ষপাতী। কিন্তু অনেক সাংসদই তা চান না। সংসদে তাঁর রক্ষণশীল দলের গরিষ্ঠতাও সংখ্যার বিচারে খুব বেশি নয়। তাই দৃষ্টিভঙ্গি বদলে ‘এএএ/এ-১+’ করেছে তারা। -অর্থনৈতিক রিপোর্টার
×