ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লাটারই থাকছেন ফিফা সভাপতি!

প্রকাশিত: ০৬:২৬, ১৫ জুন ২০১৫

ব্লাটারই থাকছেন ফিফা সভাপতি!

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে পুনর্নির্বাচিত হওয়ার পরও ফিফা সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সেপ ব্লাটার। এরপর থেকেই জল্পনা-কল্পনা কে হচ্ছেন, পরবর্তী ফিফা প্রধান। ইতোমধ্যে এ সম্পর্কিত একাধিক সংবাদ পরিবেশন হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। চাউর হয়েছে সম্ভাব্য অনেকের নাম। এবার শোনা গেছে, আরেকটি চমকপ্রদ খবর। গুঞ্জন রটেছে, ফিফা সভাপতি হিসেবে বহাল থাকতে পারেন ব্লাটার নিজেই। ব্লাটারের দেশ সুইজারল্যান্ডের একটি পত্রিকা এমন সম্ভাবনার কথা জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, ইতোমধ্যে নাকি ব্লাটার আফ্রিকা ও এশিয়ার ফুটবল সংস্থাগুলোকে নিজের পক্ষে ভিড়িয়েছেন। অন্যদের সমর্থন আদায়েরও নাকি চেষ্টা করছেন। গত ২ জুন বিশ্ব ফুটবল থেকে ব্লাটার যুগের অবসান হয়। আকস্মিকভাবে ফিফা সভাপতি পদ থেকে পদত্যাগ করেন তিনি। কিন্তু সত্যিই কি ব্লাটারের শাসনামল শেষ হয়েছে? এমন প্রশ্ন এখন সবার কাছে। তবে বাস্তবিক দিক দিয়ে এখনও ফিফা প্রধান পদে বহাল আছেন সুইস এই ফুটবল বোদ্ধা। নতুন সভাপতি না হওয়া পর্যন্ত ফিফা প্রধানের দায়িত্ব পালন করে যাবেন ব্লাটার। আর সেটা হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। কেননা এর আগে বিশেষ কংগ্রেসের মাধ্যমে নতুন সভাপতি হওয়ার কোন সম্ভাবনা নেই। যে কারণে এখনও ফিফা প্রধান হিসেবে বহাল আছেন ব্লাটার। ব্লাটার মসনদ ছাড়লেও ফিফার নিয়মানুযায়ী নতুন কংগ্রেস না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া সম্ভব নয়। আর পরের ফিফার সাধারণ কংগ্রেস হবে মেক্সিকো সিটিতে ২০১৬ সালের ১৩ মে। এ কারণে ফিফার নির্বাহী কমিটিকে যত দ্রুত সম্ভব বিশেষ কংগ্রেস ডাকার অনুরোধ জানিয়েছেন ব্লাটার। বিশেষ এই কংগ্রেস বসতে পারে আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে। আর এই সময় পর্যন্ত মসনদে থাকছেন ব্লাটারই। এমন বাস্তবতার মধ্যে আবার নতুন করে চাউর হয়েছে, সভাপতি হিসেবে বহাল থাকতে ভেতরে ভেতরে চেষ্টা করে চলেছেন ব্লাটার। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত নাটকীয়তা কোন পর্যায়ে যায়।
×