ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোপা আমেরিকা ফুটবল ;###;চ্যাম্পিয়ন উরুগুয়ের শুভসূচনা ;###;মেসিদের নিয়ে চিন্তিত কোচ মার্টিনো ;###;চৌদ্দবারের চ্যাম্পিয়নদের রুখে দিয়ে বড় স্বপ্ন প্যারাগুয়ের ;###;আর্জেন্টিনা ২-২ প্যারাগুয়ে ;###;উরুগুয়ে ১- জ্যামাইকা

শুরুতেই ধাক্কা আর্জেন্টিনার

প্রকাশিত: ০৬:১১, ১৫ জুন ২০১৫

শুরুতেই ধাক্কা আর্জেন্টিনার

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের শিরোপা খরা কাটানোর মিশনে শুরুতেই ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। শনিবার কোপা আমেরিকা ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আসরের চৌদ্দবারের চ্যাম্পিয়নরা। চিলির লা সেরেনায় অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে গোল করেও দেশকে জয় উপহার দিতে পারেননি বার্সিলোনা সুপারস্টার লিওনেল মেসি। ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন সার্জিও এ্যাগুয়েরো। কিন্তু বিরতির পর এ্যান্টোনিও ভালদেস ও লুকাস ব্যারিওসের গোলে দারুণ ড্র নিয়ে মাঠ ছাড়ে আসরের বর্তমান রানার্সআপ প্যারাগুয়ে। শিরোপা ধরে রাখার লক্ষ্যে শুরুটা জয় দিয়ে করেছে উরুগুয়ে। দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে অতিথি দল হিসেবে খেলতে আসা জ্যামাইকাকে ১-০ গোলে হারায় রেকর্ড সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ান রড্রিগুয়েজ। ফিফার নিষেধাজ্ঞার কারণে দলে না থাকা লুইস সুয়ারেজের অভাব এই ম্যাচে ভালই টের পেয়েছে উরুগুয়ে। প্রতিপক্ষের রক্ষণে ফাটল ধরালেও সাফল্য পাচ্ছিল না আসরের সর্বোচ্চ চ্যাম্পিয়নরা। গোলশূন্য প্রথমার্ধের পর অবশেষে ৫২ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন রড্রিগুয়েজ। খুব কাছ থেকে আলত শটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইতালির ক্লাব পার্মার এই মিডফিল্ডার। জাতীয় দলকে সাফল্য দেয়ার লক্ষ্যে এবার কোপায় মিশন শুরু করেছে আর্জেন্টিনা। কিন্তু শুরুর ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেও জয় পাননি মেসি, এ্যাগুয়েরো, তেভেজরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু সেটা কাজে লাগাতে ব্যর্থ হন মার্টিনোর শিষ্যরা। ম্যাচের ২৯ মিনিটে প্যারাগুয়ের রক্ষণে চরম ভুলের সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এ্যাগুয়েরো। গোলমুখে ব্যাকপাস দিয়েছিলেন ডিফেন্ডার মিগুয়েল সামুডিও, কিন্তু তার আস্তে করে বাড়ানো বল দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের বাধা এড়িয়ে জালে জড়ান ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার। ব্যবধান দ্বিগুণ করতেও দেরি করেনি আর্জেন্টিনা। ৩৪ মিনিটে প্যারাগুয়ের ডি বক্সের ডানদিক দিয়ে ঢুকে পড়া আর্জেন্টাইন মিডফিল্ডার এ্যাঞ্জেল ডি মারিয়াকে ফাউল করেন সামুডিও। পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করেন অধিনায়ক মেসি। দুই গোলে এগিয়ে যাওয়ার পর অনেকেই ভেবেছিল সহজ জয়ই পেতে চলেছে আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর মেসিদের কিছুটা রক্ষণাত্মক ফুটবলের সুযোগ কাজে লাগিয়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে প্যারাগুয়ে। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ৬০ মিনিটে ভালদেসের গোলে ব্যবধান ২-১ করে প্যারাগুয়ে। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন তিনি। এর দুই মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মেসি। রক্ষণের বাধা এড়িয়ে গোলরক্ষককে কাটিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে পড়েছিলেন টানা চারবারের বর্ষসেরা এই তারকা। কিন্তু শেষ পর্যায়ে যেয়ে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৭১ মিনিটে বড় বাঁচা বেঁচে যায় আর্জেন্টিনা। ডেরলিস গঞ্জালেসের কোনাকুনি শটে ভালদেস পা লাগালেই গোল হতে পারত। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হন। দুই মিনিট পর মেসি আবারও গোল করতে ব্যর্থ হন। ম্যাচের ৭৭ মিনিটে প্যারাগুয়ের আরেকটি দারুণ প্রচেষ্টা রুখে দেন আর্জেন্টিনা গোলরক্ষক সার্জিও রোমেরো। ম্যাচ শেষের এক মিনিট আগে আর্জেন্টিনার সর্বনাশ করেন ব্যারিওস। ডিফেন্ডার পাওলো ডা সিলভার হেড থেকে বল পেয়ে ১৫ গজ দূর থেকে জোরালো শটে প্যারাগুয়ের হয়ে সমতাসূচক গোল করেন ৭৯ মিনিটে বদলি হিসেবে নামা এই ফরোয়ার্ড। শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া হওয়ায় হতাশ আর্জেন্টাইন শিবির। তবে তাদের জয়টি কেড়ে নিয়েছেন আর্জেন্টাইন বংশোদ্ভূত একজনই। সমতাসূচক গোলটি করে ব্যারিওস একজন আর্জেন্টাইন। নিজ দেশে সুযোগ না পেয়ে প্যারাগুয়ের নাগরিকত্ব নেন তিনি। ম্যাচ শেষে দলের পারফর্মেন্সে হতাশা ব্যক্ত করেন আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। তিনি বলেন, ৫০ মিনিট পর্যন্ত খেলা আমরাই নিয়ন্ত্রণ করেছি। আবারও গোল করতে পারতাম। কিন্তু এরপর এটা আমাদের জন্য সংশয়ে ভরা একটি ম্যাচ ছিল। আমরা নিজেদের অর্ধে পিছু হটলাম। প্রথমার্ধের চাপটা আমরা ধরে রাখতে পারলাম না। এই ধারা থেকে আমাদের বেরিয়া আসতে হবে। প্যারাগুয়ের হয়ে প্রথম গোলদাতা ভালদেস ম্যাচ শেষে জানান, প্যারাগুয়ে একটা ভাল। যারা কখনও হাল ছাড়ে না। আবারও এটা প্রমাণ করেছি আমরা।
×