ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরে পিতা পুত্রের ফাঁসির আদেশ

প্রকাশিত: ০৪:১১, ১৫ জুন ২০১৫

রংপুরে পিতা পুত্রের ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ রংপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই ও তার ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। রবিবার অতিরিক্ত দায়রা জজ মোঃ কামরুজ্জামান এই আদেশ দেন। জানা গেছে, ২০০৩ সালের ২২ আগস্ট জেলার পীরগঞ্জ উপজেলার একবারপুর মধ্যপাড়া গ্রামের নবী হোসেন ভোরে ফজরের নামাজ শেষে বাসায় ফিরে দেখতে পান তার বাড়িতে কে বা কারা বাঁশ ও ধারা দিয়ে একটি বেড়া দিয়েছে। নবী হোসেন সেই বেড়া খুলতে গেলে তার ছোট ভাই ওসমান গণি তার ছেলে মোহসীনসহ আরও বেশ কয়েকজন তাকে বেদম মারপিট করে। এতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে সেদিনই তিনি মারা যান। যশোরে ৩১ কলেজ মাদ্রাসার শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাবে মোবাইলে স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলার ৩১টি কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাবে উপবৃত্তির টাকা। ইতোমধ্যে কার্যক্রম প্রায় শেষের দিকে। যশোর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জানান, আগে শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার জন্য ঝুমঝুমপুরের অগ্রণী ব্যাংকে এ্যাকাউন্ট করানো হতো। এরপর চেক নিয়ে তাকে ব্যাংক থেকে টাকা নিতে হতো। এতে করে শিক্ষার্থীকে দুর্ভোগে পড়তে হয়েছে। তাই শিক্ষার্থীদের দুর্ভোগ দূর করার লক্ষ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি দেয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে যশোর সদর উপজেলা শিক্ষা অফিসারের উদ্যোগে ডাচ বাংলা ব্যাংকের সহযোগিতায় শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম ৪ জুন থেকে শুরু করা হয়েছে। এ কার্যক্রম শেষ হবে ১৬ জুন। এরপর শিক্ষার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে উপবৃত্তির টাকা প্রত্যেক শিক্ষার্থীর কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে যাবে। আগামী জুলাই মাসে শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাবে তাদের উপবৃত্তির টাকা। সাভার উপজেলা পরিষদের দায়িত্ব নিলেন প্যানেল চেয়ারম্যান নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৪ জুন ॥ সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত ১নং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ দেওয়ান। তবে, ২নং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রত্যাখ্যান করেছেন কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম খান। অপর কয়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যেও এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রবিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্ল্যার কাছ পথকে দায়িত্ব বুঝে নেন পারভেজ দেওয়ান। দায়িত্ব বুঝে নেয়ার পরে তিনি উপজেলা পরিষদের দাফতরিক কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমানসহ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। উপজেলা পরিষদের দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন পারভেজ দেওয়ান। রাবি আইবিএসসির ২৫ বছর পূর্তিতে র‌্যালি রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের (আইবিএসসি) ২৫ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় সিনেট ভবন থেকে ইনস্টিটিউটের শিক্ষক এবং বর্তমান ও সাবেক ফেলোদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। সকাল ১০টায় সিনেট ভবনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও এসিআইর নির্বাহী পরিচালক ড. এফএইচ আনসারী। ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. তানজিমা ইয়াসমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব কর্তৃক স্বল্পোন্নত দেশগুলোর জন্য প্রযুক্তি ব্যাংকের উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী সেন্টার ফর ভ্যাকসিন বিজ্ঞানের (আইসিডিডিআরবি) পরিচালক ড. ফেরদৌসী কাদরীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে ইনস্টিটিউটের সাবেক পরিচালকবৃন্দকেও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
×