ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক্সিম ব্যাংকের বোনাস বিওতে জমা

প্রকাশিত: ০৩:৪৯, ১৫ জুন ২০১৫

এক্সিম ব্যাংকের বোনাস বিওতে জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রবিবার এই কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। উল্লেখ্য, সমাপ্ত হিসাববছরে এক্সিম ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৮ জুন অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির রেকর্ড ডেট ছিল ১০ মে। ডেল্টা লাইফের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক নাসিরুদ্দিন আহমেদ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা দুই লাখ শেয়ার বিক্রি করবেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, নাসিরুদ্দিনের কাছে কোম্পানির মোট ১১ লাখ ৩৭ হাজার ৫০০ শেয়ার রয়েছে। এর মধ্য থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করতে পারবেন। উল্লেখ্য, রবিবার ডেল্টা লাইফের শেয়ার সর্বশেষ ১০৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে।
×