ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্ধ নারীকে বাঁচাল কুকুর

প্রকাশিত: ০৫:৩১, ১৩ জুন ২০১৫

অন্ধ নারীকে বাঁচাল কুকুর

অন্ধ এক নারী আর একটু হলেই বাসের ধাক্কায় প্রাণ হারাত, যদি না একটি কুকুর তার প্রাণ বাঁচাত। পরোপকারী মনোভাব দিনকে দিন পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, সবাই হয়ে উঠছে স্বার্থপরÑএ কথাকে মিথ্যে প্রমাণ করে দিল কুকুরটি। যখন বাসটি তার দিকে ছুটে আসছিল সে মুহূর্তে কুকুরটি বাসের সামনে ঝাঁপিয়ে পড়ে ড্রাইভারের দৃষ্টি আকর্ষণ করে। নিউইয়র্ক শহরের এ ঘটনায় কুকুর ও তার মালিক আহত হলেও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যায়। অন্ধ ব্যক্তিদের চলাফেরায় সহায়তা করার জন্য গাইড কুকুর ব্যবহৃত হয় পশ্চিমা দেশগুলোতে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সে ধরনেরই এক কুকুরের সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন অন্ধ নারী এ্যান্ড্রু স্টোন। এমন সময়েই ঘটনাটি ঘটে। রাস্তা পার হওয়ার সময় একটি স্কুলবাস দ্রুতগতিতে তাদের দিকে এগিয়ে আসে। বাসটির ড্রাইভার পথচারীদের দেখতে পায়নি। বাসটি যখন এ্যান্ড্রু স্টোনের দিকে দ্রুতগতিতে এগিয়ে আসে সে সময়েই কুকুরটি বাসের সামনে লাফিয়ে ড্রাইভারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। কুকুরটির চেষ্টা সত্ত্বেও ড্রাইভার গাড়ি থামাতে ব্যর্থ হয়। দুর্ঘটনায় সে অন্ধ নারীর পায়ের গোঁড়ালি, পাঁজর ও কয়েকটি হাড় ভেঙে যায়। তবে প্রাণে বেঁচে যান তিনি। সূত্র: ইন্টারনেট
×