ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে লালন উৎসব

প্রকাশিত: ০৪:২৯, ১৩ জুন ২০১৫

মুন্সীগঞ্জে লালন উৎসব

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের দোসপাড়ায় লালন সাই বটতলার ১০ বছর পূর্তিতে বৃহস্পতিবার রাতে লালন গানের আসর বসে। এই পূর্তি অনুষ্ঠান এবং লালন আসরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। এতে দেশের খ্যাতনামা লালন সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন। এর আগে ১০ বছর পূর্তিতে লালন সাই বটতলার প্রতিষ্ঠাতা ও পদ্ম হেমধামের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ইউএনও রওনক আফরোজা সোমা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও লালন সাই বটতলার উপদেষ্টা মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও লালন সাই বটতলার উপদেষ্টা তানভীর হাসান, উপদেষ্টা উলফাত কাদের, মান্নান কোম্পানি, লালন সাই বটতলার সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান প্রমুখ। আসরে সফি ম-ল, রাজ্জাক বাউল, ছমির বাউল, আরিফ বাউল, মৌসুমী ছাড়াও সুদূর কুষ্টিয়সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট বাউল শিল্পিরা লালনগীতি পরিবেশন করেন। বৃষ্টির রাতে ইছামতি নদীর তীরের এই আসরটিতে নানা শ্রেণী পেশার মানুষের ভিড় পড়ে যায়। জেলা প্রশাসক লালনের বিদ্যাপীঠ উন্নয়ন এবং লাইব্রেরি প্রতিষ্ঠায় অর্থ অনুদান ঘোষণা করেন।
×