ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘কহে বীরাঙ্গনা’ নাটকের সুবর্ণজয়ন্তী আজ

প্রকাশিত: ০৪:২৯, ১৩ জুন ২০১৫

‘কহে বীরাঙ্গনা’ নাটকের সুবর্ণজয়ন্তী আজ

স্টাফ রিপোর্টার ॥ মনিপুরী থিয়েটারের অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘কহে বীরাঙ্গনা’ নাটকের সুবর্ণজয়ন্তী আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ শনিবার সন্ধ্যায় এ নাটকের ৫০তম প্রদর্শনী হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এক ঘণ্টার এ নাটকে একক অভিনয় করেছেন দলের অন্যতম সদস্য অভিনেত্রী জ্যোতি সিনহা। ‘কহে বীরাঙ্গনা’ নাটকের সুবণজয়ন্তী প্রসঙ্গে নির্দেশক শুভাশিস সিনহা বলেন, বিষয়কে অক্ষুণœœ রেখে কেবল অভিনয়রীতির মধ্য দিয়ে পুরাণের যুদ্ধ-প্রসঙ্গকে বর্তমান কালের প্রেক্ষাপটে দাঁড় করানো হয়েছে। বিরহিনী চার নারীর মর্মযাতনা ও ক্রন্দনের ভেতর দিয়ে নাটকটিতে প্রকাশ পেয়েছে চিরন্তন প্রেমের জয়গান। চারটি পর্ব রয়েছে ‘কহে বীরাঙ্গনা’য়- দুষ্মন্তের প্রতি শকুন্তলা, অর্জুনের প্রতি দ্রৌপদী, জয়দ্রথের প্রতি দুঃশলা ও নীলধ্বজের প্রতি জনা। প্রসঙ্গত, গত চার বছর ধরে নাটকটি মঞ্চস্থ হয়ে আসছে। শুধু দেশেই নয়; ভারতের অসম, ত্রিপুরা আর কলকাতার দর্শকও নিজেদের মঞ্চে উপভোগ করেছে এটি। আজ ‘কহে বীরাঙ্গনা’ পা দিচ্ছে সুবর্ণজয়ন্তীতে। এর আগে গতকাল শুক্রবার একই হলে, একই সময়ে নাটকটির ৪৯তম মঞ্চায়ন হয়।
×