ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেরা দশে সাফারোভা

প্রকাশিত: ০৪:৩৬, ১২ জুন ২০১৫

সেরা দশে সাফারোভা

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্যসমাপ্ত ফ্রেঞ্চ ওপেনে দুর্দান্ত খেলেছেন লুসি সাফারোভা। অসাধারণ পারফরমেন্সের সৌজন্যেই প্রথমবারের মতো কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ফাইনালে ওঠার গৌরব অর্জন করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত রানার-আপের ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। তবে শিরোপা জিততে না পারলেও ফাইনালে ওঠার কীর্তিত্বটাও কম নয়। কেননা সোমবার প্রকাশিত এটিপি র‌্যাঙ্কিংয়ে যে ফাইনালে ওঠার স্বীকিৃতটাও পেয়ে গেলেন ২৮ বছর বয়সী এই টেনিস তারকা। প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে গেলেন তিনি। ছয় ধাপ এগিয়ে বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী লুসি সাফারোভার অবস্থান সপ্তম। নতুন প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী উন্নতি ঘটেছে সাফারোভার স্বদেশী পেত্রা কেভিতোভারও। উইম্বল্ডনের চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা দুই ধাপ ওপরে উঠে এসেছেন। বর্তমানে তার অবস্থান দুইয়ে। তবে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সেরেনা উইলিয়ামস। গত দেড় দশক ধরেই টেনিস কোর্টে দাপট দেখাচ্ছেন আমেরিকান এই টেনিস তারকা। চলতি মৌসুমেও তার ব্যতিক্রম নয়। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জিতে চলতি মৌসুমের শুরুটা দারুণভাবেই করেন ৩৩ বছর বয়সী সেরেনা। এরপর ফ্রেঞ্চ ওপেনেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। শনিবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে লুসি সাফারোভাকে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। সেই সঙ্গে ক্যারিয়ারের ২০তম মেজর শিরোপা জয়ের রেকর্ডও গড়েন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি। সেরেনার মতো তৃতীয় স্থান ধরে রেখেছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপও। তবে দুর্ভাগ্য মারিয়া শারাপোভার। ফ্রেঞ্চ ওপেনে গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। কিন্তু এবার আর শিরোপা ধরে রাখতে পারলেন না রাশিয়ান এই টেনিস তারকা। এর ফলে নিজের স্থানও হারাতে হয় তাকে। সোমবার প্রকাশিত এটিপি র‌্যাঙ্কিং অনুযায়ী দুই ধাপ পিছিয়ে মার্শা। এর ফলে তার বর্তমান স্থান চতুর্থ। ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি ফ্রেঞ্চ ওপেনের শুরুতে বিদায় নিলেও পঞ্চম স্থান ধরে রেখেছেন। তবে এক ধাপ করে এগিয়েছেন সার্বিয়ার আনা ইভানোভিচ (৬), রাশিয়ার একাটেরিনা মাকারোভা (৮), জার্মানির এ্যাঞ্জেলিক কারবার (১০), পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা (১৩)। তবে পাঁচ ধাপ নিচে নেমে সেরা দশ থেকে ছিটকে গেলেন কানাডার তরুণ প্রতিভাবান তারকা ইউজেনি বাউচার্ড।
×