ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলের টানা দশ জয়, জার্মানির হোঁচট

প্রকাশিত: ০৪:৩৬, ১২ জুন ২০১৫

ব্রাজিলের টানা দশ জয়, জার্মানির হোঁচট

স্পোর্টস রিপোর্টার ॥ কোপা আমেরিকার আগে প্রস্তুতি দারুণভাবে সম্পন্ন করেছে ব্রাজিল। শেষ প্রস্তুতি ম্যাচেও জয় পেয়েছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ১-০ গোলে পরাজিত করে হন্ডুরাসকে। সেলেসাওদের হয়ে জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার রবার্টো ফিরমিনো। বিশ্বকাপের হতাশার পর এ নিয়ে রেকর্ড টানা দশ ম্যাচ জিতল পেলের দেশ। এই ম্যাচের মধ্য দিয়ে ফের ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন বার্সিলোনা তারকা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে জার্মানরা হার মানে মূলত তাদের দেশেরই সাবেক তারকা জার্গেন ক্লিন্সম্যানের কাছে। কেননা ক্লিন্সম্যান বর্তমানে যুক্তরাষ্ট্রের কোচ। আরেক প্রীতি ম্যাচে সুইজারল্যান্ড ৩-০ গোলে হারায় লিচেনস্টেইনকে। পোর্টো এ্যালেগ্রেতে পুরো ম্যাচেই হন্ডুরাসের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে খেলে ব্রাজিল। কিন্তু মুহুর্মুহু আক্রমণ শানিয়েও গোলের দেখা পাচ্ছিল না কার্লোস দুঙ্গার দল। মেক্সিকোর বিরুদ্ধে ব্রাজিলের আগের ম্যাচে খেলেননি দলের সবচেয়ে বড় তারকা নেইমার। এই ম্যাচে ফেরেন তিনি। তবে খেলেন বদলি হিসেবে। ৪৫ মিনিটে ফিলিপ কাউটিনহোর পরিবর্তে মাঠে নামেন বার্সা তারকা। ম্যাচের ৩৩ মিনিটে জয়সূচক গোল পায় ব্রাজিল। চেলসি ফুলব্যাক ফিলিপে লুইস নিজের অর্ধ থেকে বল নিয়ে কাউটিনহোর সঙ্গে বল দেয়া-নেয়া করে দেন ফিরমিনোকে। এগিয়ে আসা গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠিয়ে দেন এই স্ট্রাইকার। প্রায় সবসময় বৃষ্টির মধ্যে চলা ম্যাচটি তেমন একটা উত্তেজনা ছড়াতে পারেনি। গোল হজম করার আগ পর্যন্ত ভালই প্রতিরোধ গড়ে হন্ডুরাস। কিন্তু গোল হজমের পর তেমন কিছুই করতে পারেনি তারা। তবে গোল মিসের মহড়ার কারণে ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিলও। নেইমার হেডে গোল করলেও তা বাতিল হয় অফসাইডের কারণে। এই ম্যাচে দলের পারফর্মেন্সে সন্তুষ্ট হতে পারেননি ব্রাজিল কোচ দুঙ্গা। সাইড লাইনে দাঁড়িয়ে বার বার উত্তেজিত হতে দেখা যায় তাকে। ম্যাচে ৬৫ শতাংশ সময় বলের দখল নিজেদের পায়ে রেখে প্রতিপক্ষের গোলপোস্টে ১৫ শট নিয়েও একটির বেশি গোল করতে পারেনি ব্রাজিল। যদিও দুঙ্গা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর টানা দশ ম্যাচ জিতে নিজের সাফল্যের রেকর্ডকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ব্রাজিলের পারফর্মেন্স ছাপিয়ে আলোচনায় এসেছেন ফিরমিনহো। জাতীয় দলে অভিষেকের পর থেকেই নিজের পারফর্মেন্স দিয়েই দৃষ্টি কেড়েছেন হোফেনহিয়েম তারকা। ব্রাজিলের জার্সি গায়ে ছয় আন্তর্জাতিক ম্যাচে তার গোলসংখ্যা তিন। ব্রাজিলের কোপা আমেরিকা অভিযান শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোরে পেরুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে। কোলনে অনুষ্ঠিত আরেক ম্যাচে মূলত ক্লিন্সম্যানের কাছেই হার মেনেছে জার্মানি। ম্যাচের ১২ মিনিটে মারিও গোয়েটজের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। ৪১ মিনিটে ডিসকারউডের গোলে ম্যাচে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র। ৮৭ মিনিটে যুক্তরাষ্ট্রকে জয় উপহার দেয়া গোলটি করেন জার্মানির তৃতীয় বিভাগের দল এরজেব্রিজের খেলোয়াড় ববি উড। গত শুক্রবার আমস্টারডামে হল্যান্ডকে ৪-৩ গোলে হারানোর পর বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকেও হারিয়ে রীতিমতো আকাশে উড়ছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের বিরুদ্ধে কোচ হিসেবে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন ক্লিন্সম্যান। ১৯৯০ সালের বিশ্বকাপজয়ী জার্মান দলের অন্যতম এই তারকা ২০০৬ সালের বিশ্বকাপে ছিলেন জার্মানির কোচ। ম্যাচ শেষে ক্লিন্সম্যান তাই নিজের পেশাগত উচ্ছ্বাসটা চেপে রাখতে পারেননি। বলেন, আমার দল যেভাবে খেলেছে, তাতে জয় ওদের প্রাপ্য ছিল। দ্বিতীয়ার্ধে দল জার্মানদের ওপর প্রভাব বিস্তার করে খেলেছে। জিততে না পারলে খারাপ লাগত। ক্লিন্সম্যান আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফুটবল সাফল্য পাচ্ছে। এসব সাফল্য মার্কিন ফুটবলকে মনোযোগের কেন্দ্রে নিয়ে আসবে। এটা জয়টা বিশেষ কিছু, খেলোয়াড়রা সত্যি খুশি। ভারসাম্যময় একটি ম্যাচে দুই দল সুযোগ পেয়েছে। কিন্তু জয় আমাদের প্রাপ্য ছিল।
×