ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যাজকদের শিশু নির্যাতন

ট্রাইব্যুনালের অনুমোদন পোপের

প্রকাশিত: ০৪:১৫, ১২ জুন ২০১৫

ট্রাইব্যুনালের অনুমোদন পোপের

যাজকদের শিশু নির্যাতনের ঘটনার শুনানির জন্য গঠিত ট্রাইব্যুনালের অনুমোদন দিয়েছেন পোপ ফ্রান্সিস। এই ঘটনার শুনানির জন্য নতুন একটি প্যানেল গঠন করেন তিনি। বিশপরা যদি শিশুদের রক্ষা করতে না পারে তাহলে এই ট্রাইব্যুনালের ক্ষমতা থাকবে তাদের শাস্তি দেয়ার। খবর বিবিসির। যারা এ ঘটনা থেকে বেঁচে গেছেন তারা দীর্ঘদিন থেকে বিশপদের জবাবদিহিতার মধ্যে আনার ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছিলেন। এ ধরনের ঘটনা রোধ করতে না পারায় গত বছর জাতিসংঘ কঠোর ভাষায় চার্চের সমালোচনা করে। ২০১২ সালে জার্মানির এক যাজক স্বীকার করেন, তিনি তিনটি ছেলে শিশুকে এক দশক ধরে যৌনকাজে ব্যবহার করেছেন।
×