ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমলাতান্ত্রিক জটিলতা ১১ বছর ঝুলে আছে কুষ্টিয়া পৌর নির্বাচন

প্রকাশিত: ০৭:৩৬, ১১ জুন ২০১৫

আমলাতান্ত্রিক জটিলতা ১১ বছর ঝুলে  আছে কুষ্টিয়া  পৌর নির্বাচন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১০ জুন ॥ উচ্চ আদালতে মামলার নিষ্পত্তি ও মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও সম্প্রসারিত নতুন এলাকার সীমানা নির্ধারণ এবং ওয়ার্ড বিভক্তিকরণসহ আমলাতান্ত্রিক জটিলতায় কুষ্টিয়া পৌরসভার নির্বাচন ঝুলে রয়েছে দীর্ঘ ১১ বছর। এ পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৪ সালে। ইতোমধ্যে নির্বাচনের দুটি মেয়াদ পেরিয়ে গেলেও ২০০৪ সালে নির্বাচিত মেয়র ও কাউন্সিলররাই এখনও পৌরসভার জনপ্রতিনিধি হিসেবে রয়েছেন বহাল তবিয়তে। জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত বারখাদা ইউনিয়নের সম্পূর্ণ এলাকা এবং মজমপুর ও জগতি ইউনিয়নের অংশবিশেষ পৌরসভার নতুন সম্প্রসারিত এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করে ২০০২ সালের ১৮ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়। কিন্তু ওই গেজেট প্রকাশের পর উচ্চ আদালতে পৃথক দুটি মামলা দায়ের হয়। কিন্তু আদালতের ওই মামলা দুটি অনেক আগেই নিষ্পত্তি হয়ে গেছে। এর পরও সম্প্রসারিত এলাকার সীমানা ও নতুন ওয়ার্ড নির্ধারণ নিয়ে নির্বাচন অনুষ্ঠানে সৃষ্টি হয় নতুন জটিলতা। সম্প্রসারিত এলাকার সীমানা নির্ধারণ, ওয়ার্ড বিভক্তিকরণ ও বর্ধিত এলাকার নতুন ভোটার অন্তর্ভুক্তিসহ আমলাতান্ত্রিক এই জটিলতায় পৌরসভার নির্বাচন প্রক্রিয়া ঝুলে আছে দীর্ঘ ১১ বছর। এদিকে দুই মেয়াদ অতিবাহিত হওয়ার পরও নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় একদিকে যেমন জনগণের ভোট প্রয়োগের অধিকার খর্ব হচ্ছে, অপরদিকে পৌরসভার অন্তর্ভুক্ত হয়েও বর্ধিত এলাকার মানুষ উন্নয়ন ও নাগরিক অন্যান্য সুযোগ-সুবিধা থেকে হচ্ছে বঞ্চিত।
×