ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্ট্রোকে মস্তিষ্কে ৮ বছরের ক্ষতি!

প্রকাশিত: ০৫:১৭, ১০ জুন ২০১৫

স্ট্রোকে মস্তিষ্কে ৮  বছরের ক্ষতি!

স্ট্রোক শরীরের জন্য যে কতটা মারাত্মক, কতটা ক্ষতিকর, তা যার হয়েছে সেই জানে। আজকাল স্ট্রোকের কারণে মৃত্যুর হার দিন দিন আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। স্ট্রোকের পর প্রাণে বেঁচে গেলেও অনেকদিন ধরে এর ধকল সয়ে যেতে হয়। সম্প্র্রতি এক গবেষণায় গবেষকরা দেখেছেন যে, একবার স্ট্রোক হলে মস্তিষ্কের অন্তত আট বছরের ক্ষতি হয়। ইউনিভার্সিটি অব মিশিগান এবং ভিএ সেন্টার ফর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট রিসার্চের এক গবেষণায় দেখা যায়, মানুষের মস্তিষ্ক আট বছরে যতটুকু কর্মক্ষমতা লাভ করে, তার পুরোটুকুই নষ্ট করে দেয় স্ট্রোক। গবেষক দল ৬৫ বছরের বেশি বয়সী ৪ হাজার ৯০০ জনের উপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ১৯৯৮ সালে প্রথমবারের মতো তাদের মস্তিষ্কের কগনিটিভ টেস্ট করা হয়। এই টেস্টের আগে বিগত ১২ বছরে তাদের কেউ স্ট্রোকের শিকার হননি। ১৯৯৮ সাল থেকে ২০১২ সালের মধ্যে যাদের স্ট্রোক হয় তাদের সঙ্গে অন্যান্যদের মস্তিষ্কের কগনিটিভ টেস্ট তুলনা করা হয়। এতে দেখা যায়, স্ট্রোকের আগে তাদের মস্তিষ্ক অনেক বেশি কার্যকর ছিল। কিন্তু স্ট্রোকের ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা একেবারেই হ্রাস পায়। সূত্র: ইন্টারনেট
×