ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি এখন ভারত তোষণ নীতি গ্রহণ করেছে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:০২, ১০ জুন ২০১৫

বিএনপি এখন ভারত তোষণ নীতি গ্রহণ করেছে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি ভারত বিরোধী রাজনীতি ছেড়ে ভারত তোষণের নীতি গ্রহণ করেছে। এই দলটি অতীতে ভারত ও আওয়ামী লীগ সম্পর্কে লাগাতার মিথ্যাচার করেছে। জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায়ও বসেছে। এখন সবদিক থেকে পরাজিত হয়ে তারা ভারত তোষণ শুরু করেছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার নরেন্দ্র মোদির সাক্ষাতকারের জন্য ধরনা দেয়ার ঘটনা তাদের ‘দ্বৈত রাজনীতি’ ছাড়া আর কিছুই নয়। সোমবার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রাক্কালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং দুই দেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব এখন নতুন উচ্চতায় পৌঁছে গেছে। খুলে গেছে দু’দেশের আস্থা-বিশ্বাসের স্বর্ণের দুয়ার, সম্পর্কের নব দিগন্তের। সব প্রতিকূলতা ছাপিয়ে আগামী দিনে অকৃত্রিম বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ এ দুটি দেশ একসঙ্গে উন্নতির সোপানে যাত্রার পথও খুলে গেছে। আর এসব কিছুই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা, প্রজ্ঞা আর কূটনৈতিক সাফল্যের কারণে। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, আর তার কন্যা শেখ হাসিনা এবার জনগণকে উপহার দিলেন দেশের পূর্ণ মানচিত্র। স্বাস্থ্যমন্ত্রী ’৭৫ পরবর্তী দীর্ঘ সময়ে ক্ষমতাসীনদের ভারতের সঙ্গে বৈরিতা, সম্পর্কের অবনতি, বর্তমানে সম্পর্কের সেতুবন্ধ সৃষ্টির দীর্ঘ ইতিহাসও তুলে ধরেন। নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাক্ষাতকার প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির রাজনীতির প্রধান হাতিয়ারই ছিল ভারত বিরোধিতা। আওয়ামী লীগ ও ভারতকে জড়িয়ে বিএনপি এবং এর মিত্ররা কল্প কাহিনী রচনা করতেন। জাতীয় নির্বাচনগুলোতে এটিই ছিল তাদের বড় অস্ত্র। কঠিন বাস্তবতায় এখন তারা সেই পথ ত্যাগই করেননি, এখন বিএনপি নেতারা মিথ্যাচার করে বলছেন, তাদের নীতি নাকি কখনও ভারতবিরোধী ছিল না। দেশের মানুষ সব কিছুই মনে রেখেছে। নিশ্চয়ই আগামী নির্বাচনে তারা এর জবাব দেবে।
×