ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাহিদা অনুযায়ী সেবা পান না নারী উদ্যোক্তারা ॥ গবর্নর

প্রকাশিত: ০৩:৫০, ১০ জুন ২০১৫

চাহিদা অনুযায়ী সেবা পান না নারী উদ্যোক্তারা ॥ গবর্নর

নারী উদ্যোক্তারা চাহিদা অনুযায়ী ব্যাংক থেকে ঋণ সহায়তা পান না বলে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান। মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসনে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আয়োজিত নারী উদ্যোক্তাদের জন্য ঋণসেবা ‘পূর্ণতার’-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। গবর্নর বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নারী উদ্যোক্তাদের চাহিদা ও প্রয়োজন সম্পর্কে উদাসীন। এ কারণে বাজারে যেসব ঋণসেবা রয়েছে তা অনেক ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের উপযোগী নয়। উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী ঋণ-পণ্য উদ্ভাবন না করলে তা উদ্যোক্তারা গ্রহণ করবেন না, এটাই স্বাভাবিক। তাই ঋণ-পণ্য ডিজাইন ও উন্নয়নে উদ্যোক্তাদের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। আতিউর রহমান বলেন, আমরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রত্যেক শাখায় কমপক্ষে তিনজন নারী উদ্যোক্তা নির্বাচন করে প্রশিক্ষণ, পরামর্শ ও অর্থায়ণ করতে বলেছি। -অর্থনৈতিক রিপোর্টার
×