ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুরস্কে আগাম নির্বাচনের দাবি জোরদার হচ্ছে

প্রকাশিত: ০৪:১৭, ৯ জুন ২০১৫

তুরস্কে আগাম নির্বাচনের দাবি জোরদার হচ্ছে

সোমবার সকালেই তুরস্কের সরকারপন্থী সংবাদপত্রগুলো আগাম নির্বাচনের আহ্বান জানাতে শুরু করেছে। রক্ষণশীল দৈনিক ইয়েনি সাফাক-এর শিরোনাম ছিল : ‘ব্যালট বাক্সের ফলাফল আরেকবার ভোটাভুটি দাবি করছে।’ একে পার্টির পার্লামেন্ট সদস্য এবং সংসদীয় সাংবিধানিক কমিশন প্রধান বুরহান কুজু বলেন, ‘আগাম নির্বাচন অবধারিত। এই বাস্তব অবস্থা থেকে কোন সরকার বেরিয়ে আসতে পারে না। এমনকি কোন কোয়ালিশনও নয়। নির্বাচনী ফলাফলে সংসদীয় পদ্ধতির দুর্বলতাই ধরা পড়েছে। তিনি বলেন, সংসদীয় পদ্ধতি সমগ্র বিশ্বের জন্য একটি অভিশাপ। তুরস্কে একমাত্র সংখ্যাগরিষ্ঠ সরকারই উপযোগী হয়েছে, কোয়ালিশন সব সময় এটাকে ধ্বংস করেছে। একমাত্র সমাধান হলোÑ নির্বাহী প্রেসিডেন্সি। বার্তা সংস্থা এএফপি জানায়, আগামী ৪৫ দিনের মধ্যে যে কোন সময় নতুন নির্বাচন ঘোষণা করা হতে পারে। বিশ্লেষকরা জাতীয়তাবাদী দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টিকে (এমএইচপি) নতুন পার্লামেন্টে খুব সম্ভবত একেপির কোয়ালিশন শরিক হবে বলে মনে করছে। এমএইচপির নেতা দেভলেত বাহসেলি একটি কোয়ালিশনের সম্ভাবনার দরজা বন্ধ করে দেননি, তবে তিনি বলেন, নির্বাচনী ফলাফল একেপির পতনের সূচনা করেছে।’ বিভিন্ন পক্ষ একটি কোয়ালিশন গঠন করতে ব্যর্থ হলে নতুন নির্বাচনের বাস্তব সম্ভাবনা থাকে এবং আইনানুযায়ী এখন থেকে ৪৫ দিনের মধ্যে যে কোন সময় নতুন নির্বাচন আহ্বান করা যায়। -এএফপি
×