ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের টেস্ট দল আজ ঢাকায় আসছে

প্রকাশিত: ০৬:২৫, ৮ জুন ২০১৫

ভারতের টেস্ট দল আজ ঢাকায় আসছে

স্পোর্টস রিপোর্টার ॥ অপেক্ষার প্রহর শেষ হয়ে যাচ্ছে আজ। ভারতের কোন টেস্ট দল যে ২০১০ সালের পর ৫ বছরে আর বাংলাদেশে খেলতে আসেনি, সেই আক্ষেপও ঘুচছে। আজই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের টেস্ট দল ঢাকায় পা রাখবে। বুধবার শুরু হবে একমাত্র টেস্ট। টেস্ট শুরু হতেই দীর্ঘদিন পর আবার ভারতের বিপক্ষে টেস্ট খেলার আশাও বাংলাদেশের পূূরণ হবে। এর আগে আজ সকালে বাংলাদেশে এসেই দুপুরে অনুশীলনে নেমে পড়বে ভারতের ক্রিকেটাররা। আগে আজকের দিনটিতে ভারতের কোন অনুশীলন করার কথা ছিল না। মঙ্গলবার বাংলাদেশের মাটিতে একদিনের অনুশীলন করেই বাংলাদেশের বিপক্ষে অষ্টম টেস্ট খেলতে নামার কথা ছিল ভারতের। কিন্তু এখন রবি শাস্ত্রীর নির্দেশে আজই অনুশীলনে নেমে যাচ্ছে ভারত ক্রিকেট দল। অবশ্য এ টেস্টটির জন্য কলকাতার ইডেন গার্ডেনে দুই দিন ধরে অনুশীলন করেছে ভারত। সেই অনুশীলনের ফাঁকে আবার বিরাট কোহলিরা ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকরের উপদেশও নিয়েছেন। যে উপদেশ পেয়ে আরও উজ্জ্বীবিত হয়ে উঠেছেন কোহলিরা। ফিটনেসে ঘাটতি থাকায় শেষদিকে টেস্ট দল থেকে ছিটকে পড়েছেন লোকেশ রাহুল। এছাড়া টেস্ট অধিনায়ক বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, চেতশ্বর পুজারা, ঋদ্ধিমান সাহা, কর্ন শর্মা, মুরালি বিজয়, ভরুন এ্যারন, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, অজিঙ্কেয়া রাহানে, ইশান্ত শর্মা, রোহিত শর্মা, উমেশ যাদব আজ আসছেন। সঙ্গে আসছেন কোচ রবি শাস্ত্রীও। শাস্ত্রী অবশ্য অন্তর্বর্তীকালীন কোচ হয়েই বাংলাদেশে আসছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্টকে সামনে রেখে আবারও স্পিনার হরভজন সিং টেস্ট দলে ফিরেছেন। ২০১৩ সালের মার্চের পর আবারও হরভজনকে টেস্ট দলে দেখা গেছে। এবার তার মাঠে নামারও পালা। টেস্ট দলে সুযোগ পেয়েই হরভজন সিং জানিয়েছিলেন, ‘একাদশে খেলার সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করার সর্বাত্মক চেষ্টা করব।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘যেহেতু সুযোগ পেয়েছি আবারও দলে স্থায়ী হওয়ার চেষ্টা করব।’ লম্বা সময় পর ভারতের টেস্ট দলে ফেরা হরভজন সিং সাফল্যের জন্য ক্ষুধার্ত থাকবেন বলে জানিয়েছেন রবি শাস্ত্রীও। নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সফরের একমাত্র টেস্ট খেলবে ভারত। ১০১ টেস্টে ৪১৩ উইকেট পাওয়া স্পিনার হরভজনকে নিয়ে শাস্ত্রী জানান, ‘শাস্ত্রী বলেন, ‘সে এমন একজন বোলার, যার ভেতরে আগুন আছে। আসল কথা হলো, সে লম্বা সময় পর দলে ফিরেছে এবং আমি বিশ্বাস করি, নিজের ক্যারিয়ারের নতুন শুরুর জন্য সে ক্ষুধার্ত থাকবে। এটা (বাংলাদেশ সফর) তার জন্য চ্যালেঞ্জিং হবে। তার দলে ফেরাটা দেখা আনন্দের। আমি মনে করি, বোলিং লাইনআপে অশ্বিনের সঙ্গে তার খুবই ভাল সমন্বয় হবে। দুজনেই এখন অভিজ্ঞ বোলার।’ ডানকান ফ্লেচারকে বিদায় করে দেয়ার পর থেকে নতুন কোচের খোঁজে আছে ভারত। শাস্ত্রীকে দিয়েই আপাতত কোচের কাজ চালিয়ে নিচ্ছে দলটি। টেস্ট দল আজ আসছে। তবে টেস্ট শেষ হতেই ১৮, ২১ ও ২৪ জুন যে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে, ধোনির নেতৃত্বে ওয়ানডে দলের ক্রিকেটাররাও এসে পড়বেন। হরভজন অবশ্য ওয়ানডে দলে নেই। রোহিত শর্মা টেস্ট ও ওয়ানডে দলে আছেন। তিনি মনে করছেন, এ বাংলাদেশ সফর দিয়ে ভারতের নতুন শুরু হচ্ছে। কোহলি প্রথমবারের মতো টেস্ট দলের কোচ হয়ে কোন সফরে আসছেন। তাই নতুন নেতৃত্বে ভারতের টেস্ট দলের নতুন যাত্রা শুরু হচ্ছে। আর ওয়ানডে দলও বিশ্বকাপের পর নিজেদের প্রমাণ করতে মরিয়া। বাংলাদেশ সফর দিয়েই তরুণ ভারতীয় দলের নতুন যাত্রা শুরু হবে বলে মনে করছেন রোহিত শর্মা। বাংলাদেশ সফরের আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে লম্বা একটি সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন সদ্য আইপিএল জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট ছাড়ার পর এই প্রথম সফরে আসছে ভারত। হরভজন সিংয়ের মতো সিনিয়র ক্রিকেটার দলে ফিরলেও দলে নেই তার সেই আগের প্রভাব, নিশ্চিত নয় একাদশে জায়গাও। বিরাট কোহলির নেতৃত্ব মূলত তরুণদের নিয়েই গড়া ভারতের দল। বাংলাদেশ সফরকে তরুণ দলের নতুন শুরু ভাবছেন কি না, এই প্রশ্নে রোহিত বললেন, ‘অবশ্যই। এটাই প্রথম যে, আমাদের দলে কোন সিনিয়র ক্রিকেটার নেই। এখান থেকে সামনে এগিয়ে যাওয়া আমাদের জন্য হবে দারুণ চ্যালেঞ্জ। আমাদের কেউ কেউ ৩০ টেস্ট খেলেছে, কেউবা ২০। অতীতকে পেছনে ফেলে সামনে তাকানো জরুরী আমাদের জন্য। গত দুটি সিরিজ আমাদের ভাল যায়নি। তবে আমরা সবাই ওসব থেকে অনেক শিখেছি।’ গত অস্ট্রেলিয়া সফরেই ভারতকে দুটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। তবে ওই দুই টেস্টের প্রথমটি ছিল মহেন্দ্র সিং ধোনির চোটে; পরেরটি সিরিজের মাঝপথে ধোনি আচমকাই নেতৃত্ব ছেড়ে দেয়ায়। টেস্ট অধিনায়ক কোহলির প্রথম সফর তাই বলা যায় বাংলাদেশকেই। আগ্রাসী কোহলির নেতৃত্ব খেলতে মুখিয়ে আছেন রোহিতও। বলেছেন, ‘বিরাটের অভিষেক থেকে ওর সঙ্গে খেলছি। ক্যারিয়ারে একবারই ব্যাট হাতে ওর বাজে সময় এসেছে, সেটাও ইংল্যান্ডে। সেই সফরের পর ফিরেও এসেছে দারুণভাবে। ওর মতো ক্রিকেটার আমি আর দেখিনি। অল্প সময়ের মধ্যেই সে যা করেছে, সেটাই বলে দেয় এসব অর্জন করতে কতটা পরিশ্রম করেছে সে। অন্য ধরনের এক প্রাণশক্তির উৎস সে। ওর আগ্রাসন আমি পছন্দ করি। আমরা দেখেছি, অস্ট্রেলিয়ায় কোহলি কিভাবে নেতৃত্ব দিয়েছে। ভারতীয় ক্রিকেটকে সামনে এগিয়ে নেয়ার, আমাদের পথ দেখানোর দায়িত্ব এখন ওর। আমার বিশ্বাস বিরাট পারবে।’
×