ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে ডাক্তার সেজে অপারেশন ॥ প্রসূতির মৃত্যু, ভাংচুর

প্রকাশিত: ০৬:২১, ৮ জুন ২০১৫

নাটোরে ডাক্তার সেজে অপারেশন ॥ প্রসূতির মৃত্যু, ভাংচুর

সংবাদদাতা, নাটোর, ৭ জুন ॥ নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর ছায়াপথ ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রবিবার সকালে ভুয়া চিকিৎসকের অপারেশনে ঝুমা খাতুন (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজনরা ক্লিনিকে ভাংচুর করে। নিহত ঝুমা রাজাপুরের পার্শ্ববর্তী দৌলতপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে ও গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের হাশেম আলীর স্ত্রী। নিহতের স্বামী হাশেম আলী জানান, সকালে ক্লিনিকের মালিক তুহিন সেবিকা শিউলীর সহায়তায় কোন চিকিৎসক ছাড়াই ঝুমার সিজারিয়ান অপারেশন করে। অপারেশনে মেয়ে সন্তান জন্ম দেয়ার ঘণ্টা খানেক পরেই ঝুমা মারা যান। এ ঘটনার পর দ্রুত ক্লিনিকের অন্যান্য রোগীদের বের করে দিয়ে লাশ ভেতরে রেখেই ক্লিনিকে তালা মেরে মালিক ও অন্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
×