ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্র

মালালার ওপর হামলা ॥ দায়ীদের বিচারের আওতায় আনুন

প্রকাশিত: ০৫:৩১, ৮ জুন ২০১৫

মালালার ওপর হামলা ॥ দায়ীদের বিচারের আওতায় আনুন

যুক্তরাষ্ট্র মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার জন্য দায়ী সব ব্যক্তিকে যাতে বিচারের সম্মুখীন করা হয় তা নিশ্চিত করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে। মালালা (১৭) ২০১২ সালের অক্টোবরে সোয়াতে তার স্কুল বাসে করে বাড়ি ফেরার সময় মাথায় গুলিবিদ্ধ হন। খবর ডনের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ পাকিস্তানের ওপর এক সংবাদ সম্মেলনে জানান, আমরা দায়ী ব্যক্তিদের যাতে বিচারের সম্মুখীন করা হায় সেটি দেখতে চাই। আমরা এক্ষেত্রে এবং অন্যদের জন্যও পাকিস্তানকে জানিয়ে দিয়েছি তারা যেন সাধারণভাবে বিচারের যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করে। হার্ফ আরও জানান, যুক্তরাষ্ট্রের সরকার চেষ্টা করছে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে এবং ওই তথ্য পেলে পরে কথা বলা সম্ভব হবে। কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, মালালা ইউসুফজাইয়ের ওপর হামলাকারী অভিযুক্ত ১০ জনের মধ্যে আটজন অন্যান্য অপরাধে এখনও আটক আছেন। এ বিষয়ে আদালত ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে ২০১২ সালের অক্টোবরে মালালার স্কুল বাসে হামলা চালিয়ে তার মাথায় গুলি করার অপরাধে ১০ ব্যক্তিকে গোপন এক সন্ত্রাসবিরোধী আদালতে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদ- দেয়। শুক্রবার সম্পূর্ণ বিপরীত অবস্থানে গিয়ে কর্মকর্তারা জানান, মালালার ওপর আক্রমণকারী দোষী সাব্যস্ত হওয়া ১০ জনের মধ্যে ৮ জনকে ছেড়ে দেয়া হয়েছে। বিচারটি খুব গোপনে সামরিক বন্দী শিবিরে অনুষ্ঠিত হয়।
×