ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সঙ্গীতে ব্যস্ত কমলেশ কুমার দাস

প্রকাশিত: ০৪:৫০, ৮ জুন ২০১৫

সঙ্গীতে ব্যস্ত কমলেশ কুমার দাস

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীতশিল্পী কমলেশ কুমার দাস। গান নিয়েই যার পথচলা। এক সরকারী কর্মকর্তা হয়েও প্রতিনিয়ত সঙ্গীত চর্চার পাশাপাশি সমহিমায় গান লিখে চলেছেন। সঙ্গীতের নেশায় নিত্য নতুন সঙ্গীত নিয়ে তিনি ঢাকার বিভিন্ন মঞ্চ ও ঘরোয়া আয়োজনে সঙ্গীত পরিবেশন করছেন। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত রবীন্দ্র, নজরুল, তিন কবির গান ও আধুনিক বাংলা গান গেয়ে থাকেন। সম্প্রতি তিনি নজরুল ইসলামের ভক্তিমূলক গানের একটি এ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছেন। শিল্পী কমলেশ জানান, এক সাংস্কৃতিক পরিবেশে আমি বেড়ে উঠেছি। ছোটবেলায় সঙ্গীত বিশারদ বাবা হেমচন্দ্র দাসের কাছে সঙ্গীতে আমার হাতেখড়ি। বড়দা সুনীল চন্দ্র দাস এবং মেজদা সুশীল কুমার দাস দুজনেই সু গায়ক ছিলেন। রাজশাহী শহরে প্রয়াত সঙ্গীত বিশারদ প-িত হরিপদ দাস, ওস্তাদ আবদুল জব্বারের কাছে সঙ্গীতে তালিম নিয়েছি। পরবর্তীতে অনুপ কুমার দাস ও প-িত অমলেশ রায় চৌধুরীর কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছি। এ ছাড়া রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত এবং আধুনিক গানের তালিম নিয়েছি সঙ্গীত শিক্ষা ভবনে ও কাকলী ললিত কলা একাডেমি, রাজশাহীতে। ইতিপূর্বে আমার ‘অগ্রদূত’ নামে তিন কবির গানের অডিও এ্যালবাম, প্রাণের মানুষ আছে প্রাণে’ শিরোনামে রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম, নিজের কথা ও সুরে ‘শিশিরের কান্না’ নামের এ্যালবাম, নিজের লেখা অন্যের সুরে ‘কি বেদনা নিয়ে গেলে’ নামের একটি ভিডিও এ্যালবাম প্রকাশিত হয়েছে। বর্তমানে নজরুলের ভজন গানের একটি এ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছি, অচিরেই এ্যালবামটি বাজারে আসবে।
×