ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৪:৪১, ৮ জুন ২০১৫

করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ মূল্য সংযোজন কর ও সম্পূরক আইন-২০১২ এর বাস্তবায়ন এবং করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক দিনব্যাপী সেমিনারের আয়োজন করেছে নারায়ণগঞ্জ কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ। রবিবার নগরীর বঙ্গবন্ধু রোডে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জে এ সেমিনারের আয়োজন করে নারায়ণগঞ্জ কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা (পূর্ব)-এর কমিশনার ইসমাইল হোসেন সিরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হক। সেমিনারে সভাপত্বি করেন কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তা মেহরাজ-উল-আলম সম্রাট। সেমিনারে বক্তারা অনলাইনে ভ্যাট প্রদান, রিটার্ন দাখিল ও রেয়াত সুবিধাসহ ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে কর ও ভ্যাট প্রদান সহজ ও জটিলতা মুক্ত করাই নতুন আইনের লক্ষ্য বলে জানান।
×