ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩৭, ৭ জুন ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

সুধীর বরন মাঝি, শিক্ষক ডক্টর মালিকা কলেজ, ঢাকা। ১। আন্তর্জাতিক হকি ফেডারেশন গঠিত হয় কত সালে কোথায় ? (ক) ১৯২৪ সালে প্যারিসে (খ) ১৯০৮ সালে লন্ডনে (গ) ১৯১২ সালে বার্লিনে (ঘ) ১৯২০ সালে যুক্তরাষ্ট্রে। ২। বিশ্ব হকি যাদুকর কে ? (ক) ডিরিও (খ) ধ্যান চাঁদ (গ) আক্তার হামিদ (ঘ) সুজন মালিক। ৩। হকি খেলার নির্ধারিত সময় কত ? (ক) ৪০ মিনিট (খ) ৫০ মিনিট (গ) ৬০ মিনিট (ঘ) ৭০ মিনিট। ৪। সর্বকালের সেরা সাঁতারু বলা হয় কাকে ? (ক) ইয়ান থর্প (খ) মার্ক লীজ (গ) মাইকেল ফেলপস্ (ঘ) লুইক্যান। ৫। সাঁতারের আন্তর্জাতিক সংস্থা ঋওঘঅ গঠিত হয় (ক) ১৯১১ সালে (খ) ১৯১০ সালে (গ) ১৯০৯ সালে (ঘ) ১৯০৮ সালে। ৬। কোন অলিম্পিকে পুরুষদের সাঁতার অন্তর্ভুক্ত করা হয় ? (ক) ১৮৯৬ সালে এথেন্স অলিম্পিক (খ) ১৯০০ সালের প্যারিস অলিম্পিক (গ) ১৯০৪ সালের লন্ডন অলিম্পিক (ঘ) ১৯০৮ সালের স্টকহোম অলিম্পিক। ৭। কত সালে বাংলাদেশ সুইমিং ফেডারেশন গঠিত হয় ? (ক) ১৯৭৪ সালে (খ) ১৯৭২ সালে (গ) ১৯৭৩ সালে (ঘ) ১৯৭৯ সালে। ৮। কোন অলিম্পিকে মহিলাদের সাঁতার অন্তর্ভুক্ত করা হয় ? (ক) ১৯০৪ সালের অলিম্পিক (খ) ১৯০৮ সালের অলিম্পিক (গ) ১৯১২ সালের অলিম্পিক (ঘ) ১৯১৬ সালের অলিম্পিক। ৯। কোন সাঁতারের হাতের কাজ ঝ এর মত হবে ? (ক) মুক্ত সাঁতার (খ) বুক সাঁতার (গ) চিৎ সাঁতার (ঘ) প্রজাপ্রতি সাঁতার। ১০। অপুষ্টি জনিত রোগ কোনটি - (ক) ডায়রিয়া (খ) ডিপথেরিয়া (গ) রিকেট (ঘ) পলিও ১১। কোন সময়কে ঝড়-ঝঞ্চার বয়স বলে মনে করা হয় ? (ক) নবজাতক (খ) শিশুকাল (গ) বয়:সন্ধিকাল (ঘ) বৃদ্ধকাল নিচের উদ্দিপক টি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও জুঁই গ্রামের একটি বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে পড়ে। তার বয়স ১৪ বছরের কিছু বেশি। ২১ বছর বয়সের সালেহ্ এর সাথে তার বিযে হয়। যা আইনের দৃষ্টিতে অপরাধ - ১২। জুঁই’র বয়স কত হলে বিষটি বাল্য বিবাহ নয় ? (ক) ১৬ বছর (খ) ১৭ বছর (গ) ১৫ বছর (ঘ) ১৮ বছর। ১৩। এই বিবাহের ফলে যে সমস্য দেখা দিবে তাহলো - (র) লেখাপড়া বন্ধ হতে পারে (র র) সন্তান প্রসবে জটিলতা সৃষ্টি হবে (র র র) মাও সন্তান উভয়েরই মৃত্যুঝুঁকি বড়বে। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর । ১৪। মারাক্তক ব্যাধি প্রতিরোধের উপায় কি ? (র) ঝুকিপূর্ন অচরন পরিহার করা (র র) আবেগ প্রশামন (র র র) ঝুকিপূর্ন দৈহিক সম্পর্ক ত্যাগ নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । ১৫। এইচ আইভি বিস্তারের ক্ষতির প্রভাব রয়েছে- (র) পারিবারিক (র র) সামাজিক (র র র) অর্থনৈতিক নিচের কোনটি সঠিক (ক) র ও ররর (খ) র র ও র রর (গ) রও রর (ঘ) র,রর ও ররর । ১৬। প্রজননতন্ত্রেও বিভিন্ন রোগ হলো - (র) সংক্রামক (র র) যৌনরোগ (র র র) যক্ষা নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও হাসি অল্প বয়সে বিয়ে কওে মা হয়েছে। ফলে তার নানা রকম সমস্যা দেখা দিয়েছে। তর সদ্যজাত শিশুটির জীবন ও ঝুঁকি পূর্ন হয়ে পড়েছে ১৭। হাসি কম বয়সে বিয়ে করায় কি সমস্যা দেখা দিয়েছে ? (ক) মস্তিস্ক বিকৃতি (খ) ¯œায়ুবিক সমস্যা (গ) শারীরিক সমস্যা (ঘ) বিকলাঙ্গতা ১৮। অল্পবয়সে গর্ভধারনের পরিনতি - (র) মানসিক ও শারীরিক জটিলতায় ভোগে (র র) পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্থ হয় (র র র) শিশুর জীবন ঝুঁকিপূর্ন নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর । তিন্নির বেশ কয়েক দিন হলো বিয়ে হয়েছে। হঠাৎ তার শরীরের বিশেষ পরিবর্তন দেখাদিল। সন্তান গর্ভে এলেই শুধু এই বিশেয় পরিবর্তন ঘটে উপরের তথ্য থেকে ২০ এবং ২১ নং প্রশ্নের উত্তর দাও ১৯। তিন্নির শরীরের বিশেষ পরিবর্তন দেখা দিয়েছে তা কী ? (ক) মানসিক (খ) গর্ভধারণ (গ) ঋতু¯্রাব (ঘ) শারীরিক পরিবর্তন
×