ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেঙ্গল সিনেমাথেক এ চলচ্চিত্র ‘লা নটে’

প্রকাশিত: ০৪:১৫, ৭ জুন ২০১৫

বেঙ্গল সিনেমাথেক এ চলচ্চিত্র ‘লা নটে’

স্টাফ রিপোর্টার ॥ বেঙ্গল ফাউন্ডেশন পরিবেশিত ধারাবাহিক ত্রৈমাসিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন ‘বেঙ্গল সিনেমাথেক’। এ আয়োজনে প্রদর্শিত হবে বিশ্বের শ্রেষ্ঠ নির্মাতাদের চলচ্চিত্র। পাশাপাশি এসব চলচ্চিত্রবিষয়ক ধারণা উপস্থাপনের মাধ্যমে দেশের প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতা, লেখক ও কলাকুশলীদের সমন্বয়ে একটি বিশেষ চলচ্চিত্রগোষ্ঠী তৈরি সিনেমাথেকের লক্ষ্য। ধারাবাহিক এ আয়োজনের প্রতিটি পর্বে দু’জন প্রাজ্ঞ নির্মাতার চলচ্চিত্র দেখানো হয়। আয়োজনের প্রথম পর্বের ষষ্ঠ ও সপ্তম প্রদর্শনী হয় শনিবার। এ পর্বে রয়েছে যুক্তরাষ্ট্রের টেরেন্স ম্যালিক ও ইতালির মিকেলেঞ্জেলো এ্যান্টনিওনি নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী। আয়োজনের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে প্রদর্শিত হয় মিকেলেঞ্জেলো এ্যান্টনিওনি নির্মিত চলচ্চিত্র ‘লা নটে’। ১৯৬১ সালে নির্মিত এ চলচ্চিত্রে দেখা যায়, একঘেয়ে কষ্টবোধ্য বৈবাহিক জীবনযাপন করছিল এক দম্পতি। চলচ্চিত্রটিতে বুদ্ধিবৃত্তিক সমতার মধ্য দিয়ে তাদের এ-জীবনকে পরিস্ফুট করে তোলা হয়েছে। এই দম্পতির এক বন্ধু প্রতিনিয়ত নিদারুণ নৈতিকতার যন্ত্রণায় পিষ্ট হতে থাকে। এরই মধ্যে দম্পতি একটি নৈতিকতা-বিবর্জিত পার্টিতে যোগ দিয়ে উন্মাতাল রাত কাটায়। তারা উভয়েই ভোর হওয়ার আগ পর্যন্ত বাছ-বিচারহীন সঙ্গমে লিপ্ত হয়। এ সময় দু’জনের মধ্যকার সম্পর্ক ভুলে গিয়ে তারা নিজেদের স্বাধীন ও একা ভাবতে থাকে। এ চলচ্চিত্র-চক্রের উদ্বোধনী পর্বের জিজ্ঞাসার বিষয় হলো আত্মা এখন কোথায়? এটি কি শ্রষ্ঠার সঙ্গে মারা গেছে? নাকি এখনও বিরাজমান বৃক্ষে, নদীতে, আকাশে? চলচ্চিত্রে এ্যান্টনিওনি ও ম্যালিক দুটি ভিন্ন পৃথিবীর কথা বলেছেনÑ একটিতে আত্মা অসার, অনুপস্থিত ও খুঁড়ে বের করা এবং অন্যটিতে ব্যাপ্তিশীল, উদার ও উর্বর বলে উল্লেখ করেছেন। চলচ্চিত্র প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। দর্শনী ছাড়াই এ প্রদর্শনীতে আজ রবিবার সন্ধ্যায় দেখানো হবে টেরেন্স ম্যালিক নির্মিত চলচ্চিত্র ডেইজ অফ হ্যাভেন।
×