ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর্জেন্টিনার যুব বিশ্বকাপ শেষ

প্রকাশিত: ০৫:২২, ৬ জুন ২০১৫

আর্জেন্টিনার যুব বিশ্বকাপ শেষ

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডে চলছে অনুর্ধ-২০ ফুটবল বিশ্বকাপ। কিন্তু বিশ্ব ফুটবলের ক্ষমতাধর দেশটি এবার টুর্নামেন্টের শুরুতেই বিদায় নিয়েছে। শুক্রবার গ্রুপপর্বের শেষ ম্যাচে খর্বশক্তির দল অস্ট্রিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। এর ফলেই বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। অনুর্ধ-২০ বিশ্বকাপের শুরু থেকেই বাজে খেলছিল আর্জেন্টিনা। টুর্নামেন্টের গ্রুপপর্বে পানামার বিপক্ষে ড্র করেছিল তারা। এরপর ঘানার বিপক্ষে পরাজয়। একটিমাত্র ম্যাচে জয় পায় দিয়েগো ম্যারাডোনার দেশটি। অকল্যান্ডে মধ্য আমেরিকাকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। তারপরও গ্রুপপর্বের বাধা পেরুতে পারার সুযোগ ছিল মেসি-তেভেজদের উত্তরসূরীদের। কিন্তু দুর্ভাগ্য আর্জেন্টিনার। অনুর্ধ-২০ বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করায় স্বপ্নভঙ্গ হয় তাদের। ফলে মাত্র দুই পয়েন্ট নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। বিশ্বকাপ শুরুর আগে এবার ফেবারিট ছিল আর্জেন্টিনা। শুক্রবার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জেতারও সুযোগ ছিল তাদের। দলের সেরা তারকা জিওভানি সিমিওন অস্ট্রিয়ার বিপক্ষে গোল করার বেশ কিছু সহজ সুযোগ পেয়েছিলেন। আর প্রথমার্ধে সেই সুযোগগুলো কাজে লাগাতে দেয়নি মূলত প্রতিপক্ষের গোলরক্ষক। অস্ট্রিয়ার তরুণ প্রতিভাবান গোলরক্ষক টিনো কাসালির দুর্দান্ত কিছু সেভই কপাল পুড়ে আর্জেন্টিনার। বিশ্বফুটবলের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনার বিপক্ষে গোলশূন্য ড্র করার কারণে গ্রুপপর্ব শেষে অস্ট্রিয়ার পয়েন্ট দাঁড়ায় পাঁচ। আর পয়েন্ট টেবিলের অবস্থান দুই। বি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকায় পরের পর্বের টিকেট নিশ্চিত করেছে অস্ট্রিয়া। আর তৃতীয় হওয়া আর্জেন্টিনার বিদায় নিতে হলো গ্রুপপর্ব থেকেই। গত বছরের ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিল মেসি-এ্যাগুয়েরোর দেশ। কিন্তু দুর্ভাগ্য টুর্নামেন্টের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। ব্রাজিল বিশ্বকাপে হারার দুঃস্বপ্ন কিছুটা হলেও ঘুচানোর লক্ষ্য নিয়ে অনুর্ধ ২০ বিশ্বকাপে খেলতে নেমেছিল আর্জেন্টিনার যুব দল। কিন্তু এখানেও নিজেদের মেলে ধরতে পারেনি মেসি-হিগুয়েইনদের উত্তরসূরীরা।
×