ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইতিহাসের বিকল্প ভাবছেন না নেইমার

প্রকাশিত: ০৫:২০, ৬ জুন ২০১৫

ইতিহাসের বিকল্প ভাবছেন না  নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় নেইমারের বয়স মাত্র দুই বছর। ইতোমধ্যেই নিজের জাত ছিনিয়েছেন তিনি। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে বার্সিলোনায় যোগ দেয়ার প্রথম মৌসুমে ৪১ ম্যাচ খেলে মাত্র ১৫ গোল করেছিলেন নেইমার। দলীয় সাফল্য ছিল নিষ্প্রভ। কিন্তু ক্রমেই নিজেকে বার্সার জার্সিতে অপরিহার্য হিসেবে গড়ে তুলেছেন তিনি। চলতি মৌসুমে ৫০ ম্যাচ খেলে গত মৌসুমের চেয়ে দ্বিগুণেরও বেশি (৩৮) গোল করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ক্লাবও পেয়েছে দ্বিমুকুট জয়ের স্বাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল আজ। জার্মানির বার্লিনে ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হবে বার্সিলোনা আর জুভেন্টাস। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে হারাতে পারলেই নতুন রেকর্ড গড়বে কাতালানরা। এখন সেই ইতিহাসকে ছুঁতেই মরিয়া বার্সা শিবির। বার্সিলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমারও তার বিকল্প ভাবছেন না। সরাসরি জানিয়ে দিলেন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে তার দল। এ বিষয়ে এ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ডাবল শিরোপা জয়ের পরই নেইমার বলেন, ‘দ্বিতীয় শিরোপা জেতা হয়ে গেছে। আমরা এখন ইতিহাস তৈরির আর মাত্র ৯০ মিনিট দূরে।’ এখানেই থেমে থাকেননি নেইমার। জুভেন্টাসের বিপক্ষে জিতলেই নিজের হেয়ার স্টাইল বদলানোরও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বার্সিলোনার এই ব্রাজিলিয়ান। এ বিষয়ে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমরা যদি চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারি তাহলে আমার চুলে সোনালি রঙ লাগাবো।’ ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সিলোনায় যোগ দেন নেইমার। কাতালান ক্লাবটিতে যোগ দেয়ার পর থেকে আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে পড়েন ২৩ বছর বয়সী এই তারকা ফুটবলার। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাতেও রাখছেন প্রশংসনীয় ভূমিকা। লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের সঙ্গে আক্রমণভাগের জুটিটাও গড়ে তুলেছেন দারুণভাবে। যে কারণে বিশ্বের অনেক ফুটবলবোদ্ধাই মন্তব্য করছেন মেসি-নেইমার আর সুয়ারেজকে নিয়ে গড়া বার্সিলোনার এই আক্রমণভাগই বর্তমান বিশ্বের সেরা জুটি। স্প্যানিশ লা লীগা আর কোপা দেলরে জিতে ইতোমধ্যেই তা প্রমাণিত। আর ইতিহাসের প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো ট্রেবল শিরোপা জেতাই এখন নেইমারদের একমাত্র লক্ষ্য। তবে জুভেন্টাসকে হারানোটাও সহজ হবে না সেটাও স্বীকার করেছেন নেইমার। এ বিষয়ে বার্সিলোনার এই ব্রাজিলিয়ান তারকার অভিমত, ‘আমি মনে করি পুরো মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচ হবে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। কিন্তু আমরা ইতিহাস গড়তে চাই। আর সেই ইতিহাসের খুবই কাছে এখন আমরা।’
×