ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ ধরনের ম্যাচের জন্যই জন্ম তেভেজের

প্রকাশিত: ০৫:২০, ৬ জুন ২০১৫

এ ধরনের ম্যাচের জন্যই জন্ম তেভেজের

স্পোর্টস রিপোর্টার ॥ কয়েকদিন পরই কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন তাঁরা। লাতিন আমেরিকার বিশ্বকাপ কোপা আমেরিকায় অধিনায়ক লিওনেল মেসির সতীর্থ হিসেবে দেখা যাবে কার্লোস তেভেজকে। কিন্তু আজ তিনি সেই মেসির শত্রুপক্ষ। ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে মহাতারকা মেসির মুখোমুখি ঘুমন্ত ঘাতক তেভেজ। দুরন্ত নৈপুণ্য দেখালেও অন্যদের আলোয় যেন ছায়া হয়েই আছেন। তাই জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। তবে কোপায় খেলবেন ৩১ বছর বয়সী এ আর্জেন্টাইন স্ট্রাইকার। গত কয়েক মৌসুম ধরেই সিরি ‘এ’ চ্যাম্পিয়ন জুভেন্টাসের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে ওঠা তেভেজ আজ চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে মুখোমুখি হবেন স্প্যানিশ চ্যাম্পিয়ন মেসির বার্সিলোনার বিরুদ্ধে। বার্সায় তাঁর আরেক সতীর্থ জেভিয়ের মাশ্চেরানো দলের সবাইকে সতর্ক করে দিয়েছেন তেভেজের ব্যাপারে। তিনি দাবি করেছেন, এমন বড় ম্যাচে প্রতিপক্ষের জন্য ঘাতক হয়ে ওঠার জন্যই জন্ম হয়েছে তেভেজের। জাতীয় দলের সতীর্থ তেভেজ ও মাশ্চেরানো ৯ বছর আগে ইংল্যান্ডে এসেছিলেন। ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্স থেকে যোগ দিয়েছিলেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে। দীর্ঘদিন একসঙ্গে খেলার কারণে তেভেজের ব্যাপারে ভালভাবেই জানেন মাশ্চেরানো। এবার তাঁরা প্রতিপক্ষ অনেক মর্যাদার একটি ফাইনালে। আজ বার্সা-জুভেন্টাস ইউরোপ সেরা হওয়ার লড়াই। গত ১০ মৌসুমে চতুর্থবারের মতো ইউরোপ সেরা হওয়ার ক্ষেত্রে এবার অনেক বেশি ফেবারিট কাতালান শিবিরই। কিন্তু তেভেজকে বিশেষ কোন পরিকল্পনায় না রাখলে বার্সা দারুণ বোকামি করবে বলে সাবধান করেছেন মাশ্চেরানো। তিনি বলেন, ‘আমরা পরস্পরের বিরুদ্ধে আগেও খেলেছি অনেকবার। বিশেষ করে বোকা জুনিয়র্স-রিভার প্লেটের মধ্যে মর্যাদার ম্যাচে এবং ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচে। আর পরস্পরের সতীর্থ হিসেবে তো খেলেছিই। তিনি অবশ্যই বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একজন খেলোয়াড়। প্রায় অপ্রতিরোধ্য একজন সেন্টার ফরোয়ার্ড। আর এরচেয়ে বড় কথা হচ্ছে, যে খেলোয়াড়টি সব সময় জিততেই পছন্দ করেন তেভেজ হচ্ছেন সেই পর্যায়ের। তিনি আসলে এমন বড় ধরনের ম্যাচগুলোর জন্যই জন্ম নিয়েছেন।’ এবারও সিরি ‘এ’ এবং চ্যাম্পিয়ন্স লীগে দারুণ খেলেছেন তেভেজ। জুভেন্টাসের হয়ে ঘরোয়া আসরে ৩২ ম্যাচে করেছেন ২০ গোল। চলতি মৌসুমে সব মিলিয়ে ৪৬ ম্যাচে ২৯ গোল এসেছে তেভেজের কাছ থেকে। চ্যাম্পিয়ন্স লীগের সেমিতেও তিনি রিয়ালের বিরুদ্ধে দারুণ খেলে অন্যতম মাথাব্যথা হয়ে উঠেছিলেন। প্রথম লেগে পেনাল্টি থেকে একটি গোলও পেয়েছেন। এবার তেভেজের ভয়ানক আক্রমণ ঠেকাতে হবে বার্সা ডিফেন্ডার মাশ্চেরানোকেই। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি তাঁর ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে জানি।’
×