ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:০৮, ৬ জুন ২০১৫

বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা

বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা এবার ২০ বছরে পদাপর্ণ করতে যাচ্ছে। বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা উপলক্ষে সম্প্রতি গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী, সাদেক নেওয়াজ, প্রতিযোগিতার জুরি কমিটির প্রধান চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর, আয়োজনের উপদেষ্টা অধ্যাপক আবদুশ শাকুর শাহ প্রমুখ। সংবাদ সম্মেলনে মহসিন হাবিব চৌধুরী জানান, এই বছর থেকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীরা নগদ অর্থসহ সিঙ্গাপুর, ব্যাংকক ও মালয়েশিয়ার ন্যাশনাল আর্ট মিউজিয়াম পরিদর্শন এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পুরস্কার বিজয়ীরা কলকাতায় বিশ্ব ভারতীতে ভ্রমণের সুযোগ পাবেন। এছাড়া এ আয়োজনে চিত্রশিল্পী রফিকুন নবীকে আজীবন সম্মাননা দেয়া হবে। দুই দশক উদযাপন উপলক্ষে ২০তম প্রদর্শনীর পাশাপাশি বিগত সময়ে বিজয়ীর পেইন্টিংয়ের স্টিল ফটোগ্রাফ প্রদর্শনীর বিশেষ ব্যবস্থা নেয়া হবে। উদযাপনের অংশ হিসেবে একটি মিলনমেলা করা হবে। বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার অন্যতম পৃষ্ঠপোষক প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। বিজ্ঞপ্তি
×