ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকশী রেলওয়ের এক বছরে আয় ২শ’ ২৬ কোটি টাকা

প্রকাশিত: ০৩:৫৪, ৬ জুন ২০১৫

পাকশী রেলওয়ের  এক বছরে আয় ২শ’ ২৬ কোটি টাকা

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগে গত এক বছরে যাত্রী ও পার্সেলসহ বিভিন্ন খাত থেকে ২শ’ ২৬ কোটি ৩৩ লাখ টাকা আয় করেছে। রেলওয়ে পাকশী বিভাগীয় কমার্সিয়াল অফিসার আহসান উল্লাহ্র দেয়া তথ্যে সূত্রে এসব জানা গেছে। সূত্র মতে, ২০১৪ সালের মে মাস থেকে ২০১৫ সালের এপ্রিল মাস পর্যন্ত পাকশী বিভাগের বিভিন্ন সকল রুটের বিভিন্ন ট্রেনে ১ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার যাত্রী বহন করে ১শ’ ৪৯ কোটি ৮১ লাখ টাকা, পার্সেল বগিতে ৭ কোটি ৪৩ লাখ কুইন্টাল মালামাল বহন করে ৫ কোটি ৫৯ লাখ টাকা, মালবাহী ট্রেনে ১১ লাখ ৮৮ হাজার মে.টন মালামাল বহন করে ৯৫ কোটি ৭৫ লাখ টাকা এবং অন্যান্য খাত থেকে ৪ কোটি ২৪ লাখ টাকাসহ মোট ২শ’ ২৬ কোটি ৩৩ লাখ টাকা আয় করেছে। পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেন জানান, রেলওয়ের পাকশী বিভাগে স্টেশন মাস্টারসহ প্রায় সকল প্রকার জনবল ও কোচ সঙ্কট থাকার পরও সকল বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করার কারণে রেলওয়ের পাকশী বিভাগে উল্লেখিত পরিমাণ আয় করা সম্ভব হয়েছে। জনবল ও কোচ সঙ্কট কাটিয়ে উঠতে পারলে পাকশী বিভাগে বাৎসরিক আয়ের পরিমাণ আরও বৃদ্ধি করা সম্ভব হবে।
×