ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভালবাসার টিয়া

প্রকাশিত: ০৪:৪৯, ৪ জুন ২০১৫

ভালবাসার টিয়া

টিয়া পাখির কয়েকটি প্রজাতি রয়েছে। সবুজ আর গাঢ় লাল ঠোঁট আর গলার রঙিন মালার মতো চিহ্নটি পাখিটিকে এনে দেয় রাজকীয় ভাব। প্রাচীনকালে রাজা বাদশারা ভালবাসার প্রতীক হিসেবে টিয়া পাখিকেই বিবেচনা করতেন। টিয়া পাখির এই যুগলের ভালবাসার মুহূর্তটি ঢাকার চন্দ্রিমা উদ্যান থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×