ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গীতশতদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চকবির গান

প্রকাশিত: ০৪:১৭, ৪ জুন ২০১৫

গীতশতদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চকবির গান

গীতশতদলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে পঞ্চকবির সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এতে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন এবং কাজী নজরুল ইসলাম রচিত সঙ্গীত পরিবেশন করবেন সংগঠনের শিল্পীরা। গীতশতদলের পরিচালক বাশরী দত্ত জানান অনুষ্ঠানে দেশের সঙ্গীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে সূত্রে জানা গেছে। -বিজ্ঞপ্তি ঈদের নাটক নির্মাণে সোহান স্টাফ রিপোর্টার ॥ অঞ্জন আইচের রচনায় ‘স্বপ্নান্তর’ নামে টিভি নাটক নির্মাণের মাধ্যমে নাট্য পরিচালক হিসেবে সম্প্রতি সাইমুর রহমান সোহানের অভিষেক হলো। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, লুৎফর রহমান জর্জ, অপর্ণা ঘোষ, টুটুল চৌধুরী, মাজনুন মিজান প্রমুখ। আগামী ঈদে টিভি অনুষ্ঠান মালায় যে কোন একটি চ্যানেলে প্রচার হবে নাটকটি। নাটকের গল্প প্রসঙ্গে সাইমুর রহমান সোহান জানান, চলমান ক্ষুদ্র এ জীবনে মানুষ কত কাজই না করে। কখনও ভাল কাজ, কখনও খারাপ কাজ। তবে ভাল কজের কথা প্রকাশ করতে মানুষ অতি উৎসাহী। আর খারাপ কাজের কথা গোপন করতে চায় মানুষ। কিন্তু মানুষের দুটো দিক থাকায় বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয় প্রতিনিয়ত। যখন কেউ অপকর্ম করে তখন তার বিবেক প্রতিনিয়ত গ্রাস করে তাকে। মানুষের জীবনের এমনি এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। যার আলোছায়ার খেলায় নাটকের চরিত্রগুলো খেলতে থাকে নানা নাটকীয়তায়। কখনও আশা, কখনও হতাশা, কখনও ভরসা, কখনও মরা, কখনও বাঁচা। এটাই মানুষের জীবনকাব্য।
×