ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যবসায়িক দ্বন্দ্বের জের

ফতুল্লায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৭:৩০, ২ জুন ২০১৫

ফতুল্লায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১ জুন ॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় ফরহাদ আহমেদ (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে লোকজনের সামনে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে একদল সন্ত্রাসী। সোমবার সন্ধ্যায় বুড়িগঙ্গা নদী থেকে ফরহাদকে ধরে নিয়ে যায় সন্ত্রাসী বাঘা আরিফ ও তার লোকজন। পরে ফতুল্লার মডেল থানার অদূরে ডিআইটি মাঠে নিয়ে এসে আধঘণ্টা ধরে শত শত লোকের সামনেই তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়। কিন্তু সন্ত্রাসীদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র থাকায় তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। আধঘণ্টা পর ফরহাদকে মৃত ভেবে সন্ত্রাসীরা ৪/৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এবং ৪০-৫০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় সন্ত্রাসীরা আরও ৫-৬ জনকে মারধর করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পুলিশ এসে ঘটনাস্থল থেকে ৩টি তাজা ককটেল উদ্ধার করে এবং আহত ফরহাদকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে র‌্যাব-১১’র কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুড়িগঙ্গা নদী পথের চোরাই তেল ব্যবসার দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
×