ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউরোপে গণতন্ত্রের বিলুপ্তি চায় ইইউ ॥ সিপরাস

প্রকাশিত: ০৬:৩১, ২ জুন ২০১৫

ইউরোপে গণতন্ত্রের বিলুপ্তি চায় ইইউ ॥ সিপরাস

গ্রীসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপরাস ‘উদ্ভট দাবি’ পেশ করার দায়ে ইউরোপীয় ঋণদাতা শক্তিগুলোকে অভিযুক্ত করেছেন। গ্রীস যাতে দেউলিয়া না হয়ে পড়ে সেজন্য জরুরী অর্থ সহায়তা ছাড় করতে পারত এমন কোন চুক্তিতে পৌঁছতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে গ্রীসের কয়েক মাস ধরে চলা আলোচনা নিষ্ফল হয়। তিনি ফরাসী দৈনিক লা মদে-তে লেখা এক নিবন্ধে আপোসহীন মনোভাব গ্রহণের দায়ে ঐ তিনটি সংস্থার কড়া সমালোচনা করেন। খবর টেলিগ্রাফ ও গার্ডিয়ানের। সিপরাস বলেন, ইউরো জোনের প্রধান শক্তিগুলো ক্রমশ ‘ইউরোপে গণতন্ত্রের পূর্ণ বিলুপ্তি’ ঘটাচ্ছে। ইয়েমেনে অপহৃত ফরাসী নারীর ভিডিও প্রকাশ ইয়েমেনে অপহৃত ফরাসী নারী ইসাবেল প্রাইমের প্রথম ভিডিও প্রকাশ করেছে অপহরণকারীরা। তাকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি অপহরণ করা হয়। খবর এএফপির। ইউটিউবে ২১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে অপহরণকারীরা। এতে দেখা গেছে, ইসাবেল কালো পোশাক পরে মাটিতে বসে রয়েছেন এবং তিনি তার মুক্তির জন্য পদক্ষেপ নিতে ফ্রান্স ও ইয়েমেনের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। গ্রুপ চ্যাটেই আর্থিক লেনদেন মেসেঞ্জার এ্যাপের গ্রুপ চ্যাটেই আর্থিক লেনদেনের সেবা চালু করেছে ফেসবুক। ফেসবুক ব্যবহারকারীরা এর মাধ্যমে বন্ধুদের নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে পারবে। যুক্তরাষ্ট্রের সিয়াটল, পোর্টল্যান্ড এবং অস্টিনের ব্যবহারকারীদের মেসেঞ্জারের ইনবক্সে ডলারের পরিমাণ টাইপ করলে তা বিভিন্ন এ্যাড্রেস, লিঙ্ক বা ফোন নম্বরের মত হাইপারলিঙ্ক হিসেবে দেখা যাবে।- ওয়েবসাইট ওজনের ভারে... ঘুড়ির ওজন ৭০০ কেজি বা এক টনের তিন-চতুর্থাংশ। ঘুড়িটি উড়ছিল, কিন্তু ওজনের কারণে হঠাৎ দর্শকদের মধ্যে পড়ে যায়। এতে এক বৃদ্ধ ব্যক্তিসহ চারজন আহত হয়েছে। এ ঘটনা ঘটে রবিবার জাপানের হিগাশিওমি শহরের এক পার্কে ‘বিগ কাইট’ বার্ষিকী উদযাপনের সময়। ১৩ বাই ১২ মিটারের বাঁশের ফ্রেমে তৈরি এ ঘুড়িটি উড়িয়েছিল একটি দল। ২০০ মিটার উচ্চতা পর্যন্ত উঠে ঘুড়িটি হঠাৎ দর্শকদের মধ্যে পড়ে যায়। -এএফপি
×