ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিরোপা পুনরুদ্ধারের লড়াই যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৬:০৮, ২ জুন ২০১৫

শিরোপা পুনরুদ্ধারের লড়াই যুক্তরাষ্ট্রের

স্পোর্টস রিপোর্টার ॥ মাঝে আর মাত্র তিনদিন বাকি। এরপরই শুরু হবে সপ্তম মহিলা বিশ্বকাপ ফুটবল। এবার কানাডায় অনুষ্ঠিতব্য এ বিশ্বকাপে সর্বাধিক ২৪ দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলো শেষ পর্যায়ের প্রস্তুতি হিসেবে ম্যাচ খেলছে। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলারা খেলেছে দক্ষিণ কোরিয়া মহিলা দলের বিরুদ্ধে। তবে রেড বুল এ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে হতাশাজনক গোলশূন্য ড্র করেছে যুক্তরাষ্ট্র। আগের দুই প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ও মেক্সিকোর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেলেও এবার আর জয় পেল না দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গতবারের রানার্সআপরা এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে যাবে কানাডায়। নিউজার্সির রেড বুল এ্যারেনায় বিপুল দর্শক উপস্থিতি হয়েছিল দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র মহিলা ফুটবল দলের ম্যাচ দেখার জন্য। কিন্তু ২৬ হাজার ৪৬৭ জন স্বাগতিক দর্শকের সামনে জিততে পারেনি যুক্তরাষ্ট্র। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে দুই নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের মেয়েরা অবশ্য দারুণ খেলেছে ম্যাচে। পুরো নিয়ন্ত্রণই ছিল তাদের। তবে গোল পেতে ব্যর্থ হয়েছে তারা। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম জাংমি দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছেন। আর যুক্তরাষ্ট্র অন্যতম নির্ভরযোগ্য তারকা স্ট্রাইকার এ্যালেক্স মরগানকে ছাড়াই মাঠে নেমেছিল। গত এক মাসেও কোন ম্যাচ খেলেননি মরগান হাঁটুর ইনজুরির কারণে। ম্যাচের ১৭ মিনিটে আহত হয়ে মাঠ ছাড়েন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার পার্ক হিইয়ং। তার ডান কাঁধের হাড় সরে গেছে। এটি দক্ষিণ কোরিয়ার জন্য বেশ বড় আঘাত বিশ্বকাপের তিনদিন আগে। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপ খেলতে পারেন কিনা সেটাই এখন শঙ্কার মুখে পড়েছে। ৪০ মিনিটের সময় সিডনি লিরক্স দারুণ সুযোগ পেয়েছিলেন গোলের। কিন্তু জাংমিকে একা পেয়েও তিনি পোস্টের বাইরে বল মারলে দারুণ সে সুযোগ নষ্ট হয়ে যায় যুক্তরাষ্ট্রের। গোলশূন্য ড্র করে ১৮ র‌্যাঙ্কিংধারী দক্ষিণ কোরিয়া অবশ্য দারুণ এক অনুপ্রেরণা পেয়ে গেল নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ অংশগ্রহণের আগে। আর প্রথম দুই প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড মহিলা দলকে ৩-০ এবং মেক্সিকোর মেয়েদের ৫-১ গোলে বিধ্বস্ত করা যুক্তরাষ্ট্রের মেয়েদের জন্য বেশ হতাশাজনক একটি ম্যাচ গেল বিশ্বকাপের আগে। যুক্তরাষ্ট্র একমাত্র দল যারা আগের ৬ বিশ্বকাপের সবই অন্তত সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। চীনে ১৯৯১ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপেই শিরোপা জিতেছিল যুক্তরাষ্ট্রের মেয়েরা। তবে ১৯৯৫ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল। তবে ঘরের মাটিতে ১৯৯৯ সালে আবারও বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করে যুক্তরাষ্ট্র। ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর গত আসরে জার্মানিতে ফাইনালে জাপানের কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ হয়েছিল তারা। এবার আরেকটি বিশ্বকাপ ঘরে তোলার মিশন যুক্তরাষ্ট্রের।
×