ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাদেরকে নির্যাতনকারী ওসি হেলাল কারাগারে

প্রকাশিত: ০৫:২৫, ১ জুন ২০১৫

কাদেরকে নির্যাতনকারী ওসি হেলাল কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বর্তমানে লক্ষ্মীপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক আব্দুল কাদেরকে নির্যাতনকারী তৎকালীন খিলগাঁঁও থানার ওসি হেলাল উদ্দিনকে (বর্তমানে বরখাস্ত) আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে নির্যাতনকারী ওসি হেলালের ৩ বছরের সাজাপ্রাপ্ত হয়। রবিবার ঢাকার এক নম্বর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর কবির রাজের আদালতে আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠান। একই আদালত গত ১৭ মে আসামিকে ৩ বছরের কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন। নির্যাতনের অভিযোগ এনে ২০১৩ সালের ২৩ জানুয়ারি ওসি হেলালের বিরুদ্ধে খিলগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন নির্যাতিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদের। ওই বছরেরই ২৬ মার্চ আদালতে চার্জশীট দাখিল করা হয়। একই বছরের ৪ এপ্রিল ওই চার্জশীট আদালতে গৃহীত হয়। গত বছরের ১৫ জুলাই বিকাল ৫টায় আব্দুল কাদের তার ছোট বোন ফারজানা আক্তারকে নিয়ে গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে বৃত্তি প্রদান অনুষ্ঠানে যান। সেখান থেকে হলি ফ্যামিলি স্টাফ কোয়ার্টারে তার খালার বাসায় বোনকে রেখে বিশ্ববিদ্যালয়ের হলে যাবার সময় সেগুনবাগিচায় দুদক অফিসের সামনে থেকে টহল পুলিশ তাকে রাত ১টায় আটক করে ছিনতাইকারী বলে খিলগাঁও থানায় নিয়ে যায়। এর পরপর তাকে শারীরিকভাবে নির্যাতন করে ডাকাতি ও অস্ত্র আইনে খিলগাঁও থানায় দুটি মামলা দায়ের করে।
×