ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে খুলনায় র‌্যালি

প্রকাশিত: ০৫:১৬, ১ জুন ২০১৫

জাতিসংঘ শান্তিরক্ষী  দিবস উপলক্ষে  খুলনায় র‌্যালি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে রবিবার সকালে খুলনায় নৌবাহিনীর ব্যবস্থাপনায় র‌্যালি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান নগরীর শিববাড়ি মোড়ে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন। অনুষ্ঠানে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমোডর শামসুল আলম স্বাগত বক্তৃতা করেন। পরে নিহত শান্তিরক্ষীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শিববাড়ি মোড় হতে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস ময়দানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বাংলাদেশ জাতিসংঘের সংস্থাসমূহ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও বিএনসিসি শিক্ষার্থীসহ মোট ৪৫০ জন অংশগ্রহণ করেন।
×