ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে ২শ’ ৫০ কোটি টাকার লিচু উৎপাদন

প্রকাশিত: ০৪:০৬, ১ জুন ২০১৫

ঈশ্বরদীতে ২শ’ ৫০ কোটি  টাকার লিচু উৎপাদন

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ চলতি মৌসুমে ঈশ্বরদীতে চাষীদের আশানুরূপ ফলন না হলেও লিচুর বাম্পার ফলন হয়েছে। এবার ঈশ্বরদীতে ২৫শ’ হেক্টর জমির ৪২শ’ বাগানে লিচুগাছের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার এর মধ্যে ২ লাখ ১০ হাজার গাছে লিচু ধরেছে। ৯৫ হাজার গাছে প্রাকৃতিক কারণে লিচুর ফলন হয়নি। এরপরও ২ লাখ ১০ হাজার গাছে উৎপাদিত ২৬ হাজার ২শ’ ৫০ টন লিচুর বর্তমান বাজারমূল্য প্রায় ২শ’ ৫০ কোটি টাকা। ঈশ্বরদী কৃষি অফিসার এম খুরশিদ আলমের দেয়া তথ্য সূত্রে এসব জানা গেছে। সূত্রমতে, প্রায় ২৫ বছর আগে থেকে ঈশ্বরদীর ছলিমপুর, সাহাপুর, পাকশী, লক্ষ্মীকু-া, দাশুড়িয়া ও মুলাডুলি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে লিচু আবাদ করা হচ্ছে। প্রতিবছরই লিচুর আবাদ সন্তোষজনক হয়ে থাকে। তবে প্রাকৃতিক কারণে মাঝে মধ্যে কোন মৌসুমে গ্রামভিত্তিক স্বল্পসংখ্যক বাগানে লিচুর আবাদ সন্তোষজনক না হলেও গত ২৫ বছরের হিসাব অনুযায়ী দেখা যায়, প্রতি মৌসুমেই লিচুর আবাদ বৃদ্ধি পায়। গত মৌসুমে ঈশ্বরদীতে মোট ২৪শ’ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছিল। এবার আরও ১শ’ একর জমিতে লিচুর আবাদ বৃদ্ধি পেয়েছে। ক্রমান্বয়ে মানুষের সংখ্যা বৃদ্ধি ও আর্থিক উন্নয়নের কারণে লিচুর দাম প্রতিবছরই বাড়তে থাকে। এ অবস্থায় গ্রামাঞ্চলের নানা পেশার মানুষ ক্রমান্বয়ে লিচু আবাদে ঝুঁকে পড়ছে।
×